ভারতের ব্যয়বহুল ও ভিএফএক্স ব্যবহৃত কিছু সিনেমা

রোবট (১৩২ কোটি):

সিনেমাটির মূল চরিত্রে ছিলেন সুপারস্টার রজনীকান্ত। ১৩২ কোটি টাকায় তৈরি হয়েছিল সিনেমাটি।

রা.ওয়ান (১২৫ কোটি): 

বিপুল অর্থ ব্যয়ে নির্মিত শাহরুখের রা. ওয়ান ফ্লপ হলেও, সিনেমাটিতে জি. ওয়ান আর রা. ওয়ানের কস্টিউম এবং চকচকে সেট সহ সব মিলিয়ে ১২৫ টাকার বাজেট ছিল।

পুলি (১১৮ কোটি):

এখানেও অধিক টাকা খরচ হয়েছে সিনেমার সেট এবং কস্টিউমও। কস্টিউমের জন্য টপ ফাইভ ফ্যাশন ডিজ়াইনার কাজ করেন যাদের মধ্যে মণীশ মালহোত্রাও ছিলেন। এ ছাড়া ভিএফএক্স প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সিনেমাটিতে।

 বাহুবলি(২৫০কোটি):

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বাহুবলি। 'বাহুবলি' ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। পরিচালক এস এস রাজ মৌলি সিনেমাটিতে দারুণভাবে ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার করেছেন।

কৃষ ৩ (১১৫ কোটি): 

এই সিনেমার বেশিরভাগ টাকাটাই গেছে মেকআপ ও ভিএফএক্স প্রযুক্তির পেছনে। তবে সিনেমাটি ব্যয়ের দ্বিগুণ টাকা আয় করেছে।