এই ৫ ঘরোয়া ফেসপ্যাকেই দূর হবে  পিগমেন্টশন

মুলতানি মাটি ও মধু আধ চামচ মধু এবং দুই চামচ গোলাপ জল মুলতানি মাটির সাথে মিশিয়ে ত্বকে লাগান। ২৫ মিনিট পর  ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

পেঁপে ফেস মাস্ক কাঁচা অর্ধেক পেঁপে গ্রেট করে একটি মসৃণ পেস্ট করে প্রায় চার বড় চামচ কাঁচা দুধ যোগ করুন। প্যাকটি মুখে প্রায় ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের কালো দাগ সারাতে সপ্তাহে তিনবার এই প্যাকটি লাগান।

কমলালেবুর খোসা ফেস মাস্ক দুই টেবিল চামচ মুগ ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে পিষে পেস্ট তৈরি করে এতে দুই চা চামচ কমলার খোসার গুঁড়া, দুধ এবং মধু যোগ করুন। একটি মসৃণ পেস্ট তৈরি করে মুখে লাগান। প্রায় ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

আমন্ড এবং কাঁচা দুধের প্যাক এক মুঠো আমন্ড সারারাত ভিজিয়ে পরদিন সকালে খোসা ছাড়িয়ে নিন। তারপর সেগুলো পিষে পেস্ট তৈরি করে তাতে কাঁচা দুধ যোগ করে মুখ মিশ্রণটি প্রয়োগ করুন। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।