করোনার অতিমারির জেরে নভেম্বরের পরিবর্তে ২০২১ এর জানুয়ারিতে শুরু হবে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব



রাজ্যে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে তাতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।প্রতিবছরের ন্যায় এবছর নভেম্বরে হবে না কলকাতা চলচ্চিত্র উৎসব,২০২১ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হবে ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান বিশ্বের চলচ্চিত্র মণ্ডলীর সম্মতিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন – ” কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সকল অংশীদার এবং সিনেপ্রেমীদের জানাচ্ছি করোনা আবহের কারণে আমাদের উৎসবটির পুনঃনির্ধারিত হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে ১৫ তারিখ অবধি চলবে এই উৎসব। প্রস্তুতি শুরু করা হোক।” 


১৯৯৫ সাল থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  গত বছর ২৫তম ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল ৮ থেকে ১৫ নভেম্বর। চলতি বছরের শুরুতেও ঠিক ছিল নভেম্বরে হবে চলচ্চিত্র উৎসব। কিন্তু এবছর আর হবে না সকলের প্রিয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  


করোনার জেরে চলচ্চিত্র জগিতের বিভিন্ন কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, কিছুদিন আগে সিনেমাহল খোলা হলেও ৫০ শতাংশ র বেশি মানুষ প্রবেশ করতে পারছে না। উৎসবের মরশুমে করোনার প্রকোপ আরও বেড়েছে, এই সময় চলচ্চিত্র উ ৎসব হলে তা ঝুঁকিপূর্ণ হয়ে যেত বলেই মনে করছেন অনেকে।কোভিড পরিস্থিতিতে প্রথমে ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের  উদ্ধোধনের পরিকল্পনা হলেও তা বাস্তবায়িত হচ্ছে না, উৎসব হবে আগামী বছর।  সিনেমা প্রেমীদের অপেক্ষা আরও কিছুদিন বেড়ে গেল।  

Recent Posts