সবকিছুরই একটি নির্দিষ্ট সংজ্ঞা থাকে কিন্তু ‘কষ্ট’ শব্দটি নির্দিষ্ট রূপে সংজ্ঞায়িত করা যায় না; কারণ কষ্ট হলো এমন একটি আবেগ যা ভাষায় প্রকাশ করে বোঝালে প্রত্যেকবারই অসম্পূর্ণ থেকে যায় । কষ্ট হলো একটি নেতিবাচক মানসিক অবস্থা ,যে পায় সেই বোঝে তার মর্ম।সহানুভূতি ও ভালোবাসা দিয়ে একমাত্র তাকে জয় করা যায়।
- Bangla Sad status for Whatsapp
- কষ্ট নিয়ে কবিতা – Bengali Instagram Stories about Sadness
- কষ্ট নিয়ে বাংলা শায়েরি

Bangla Sad status for Whatsapp and Facebook ~ কষ্টের স্ট্যাটাস ছবি সমূহ
- ভালবাসা পায় নি পূর্ণতা
খেদ করিনা তাতে
রাধাও কি পেরেছিল?
শ্যামকে নিজের করে পেতে! - *বন্ধু ,তোমার জীবন হইতে দিও না গো মোরে ছাড়ি
সকলে নিয়াছো ,দিয়াছো ও কিছু,
প্রেম নিয়ো না গো কাড়ি। - *সময়ের সাথে বদলাও
বা সময়কে বদলানো শেখো,
দুর্ভাগ্যকে কোরোনা দোষী;
এগিয়ে চলতে শেখো॥ - *বিরহ কে আমি বলি, ‘ভালোবাসা’,
অশ্রু জলেই যে তোমার যাওয়া আসা॥ - *তুমি চলে গেলেও বদলায়নি কিছুই,
রাত এসেছিল,
আকাশে চাঁদও ছিল ;
শুধু ঘুম আসেনি॥ - *চক্ষু মুদিলে দেখি না তারে
হৃদয় মুদিব কেমন করে ? - *মানুষ হারিয়ে যায়
তার অস্তিত্ব বেঁচে থাকে চিরকাল,
স্মৃতিতেই যে সে চির অমর,
হয় না কখনো মৃত্যু তার । - *কিছু মানুষ কখনো যায় না হারিয়ে,
তারা থাকে চিরকাল মনের গভীর গহিনে। - *চোখের জলে আছ তুমি
তাই পরি না কাজল
দাগ যদি তব লাগে গায়ে
তাই ভেবে হই ব্যাকুল॥
Bengali Poems on Sadness for Instagram Story ~ কষ্ট নিয়ে কবিতা ইনস্টাগ্রাম স্টোরি
- *ছেড়ে যাওয়ার ভয় আমার নেই গো প্রিয়..
হারিয়ে যেতে আমি যে অভস্ত্য ॥ - *শুধু ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়?
নীরবতার মাঝে ই যে ভালোবাসা রয়…!! - *বন্ধু ,যতো খুশি কষ্ট দিস,
শুধু মন্টা ভাঙ্গিস না,
জানিস না বুঝি
সেখানেই যে তুই থাকিস ! - *ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি যাবাে ঝরে
সময়ের সাথে তােমার মনে। - *জীবনের আসল শিক্ষা
পাওয়ার তরে,
কারাে না কারাে কাছে একবার
ঠকে যাওয়াটা ,
ভীষণ দরকার!!! - *চোখের জল সবাই দেখে
কিন্তু হৃদয়ের কষ্ট বোঝে কজনা ? - *ভালোবাসা বদলায় না
বদলে যায় মানুষ,
সৃতি যায় না হারিয়ে,
হারিয়ে যায় সময়॥ - *বাস্তব টা বড়ই কঠিন প্রিয়; বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও মাঝে মাঝে খুব অসহায় হয়ে পড়ে।
- *নিজের জীবনের চেয়ে বেশি কাউকে
চাইলে
উপহার হিসেবে চোখের জল ব্যতীত
আর কিছুই হয় না প্রাপ্তি ॥ - *স্বপন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুঁজি যে তার
মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায়,
সত্যি ভালবাসে॥ - *ভুলটা শুধু আমার ই ছিল,
কারণ স্বপ্নটা যে অমার নিজেরই
আর আমি একাই তা দেখেছিলাম॥
মনভাঙার কষ্ট নিয়ে বাংলা শায়েরি ~ Heart Touching Bangla Sad Shayeri Status
- *প্রতিটি মানুষই স্বপ্ন দেখে,
কারো স্বপ্ন সত্যি হয়,
অাবার কারোর টা রাতের আঁধারে হারিয়ে যায়
দূর অজানায়.. - সেই সময় গুলো বড্ড কঠিন
যে সময়ে ভালো না থেকেও
বলতে হয়, ‘এইতো ভালোই আছি’॥ - *হেরে যাওয়া টা জীবনেরই এক অঙ্গ
কেউ কাঁদে আর কেউ লড়াই করে॥ - না পাওয়া যাবেই ভালোবাসা
সেই ভালোবাসার কষ্ট সহ্য করা যায়,
কিন্তু ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট
বরদাস্ত করা যায় না॥ - যত্ন করে কাঁদানোর জন্য
আপনজন ই যথেষ্ট॥ - কিছু কিছু কথা বলার আগেই
সময় ফুরিয়ে যায়,
কিছু কিছু স্বপ্ন দেখার আগেই
ঘুম ভেঙ্গে যায়,
আর কিছুমানুষ আপন হওয়ার
আগে ই
কেন দূরে চলে যায় ?? - *আমি আজ ক্লান্ত
মিথ্যা মানুষে, মিথ্যা বন্ধুত্বে,
মিথ্যা ভালোবাসায়,
আর মিথ্যা আশায়…….. - *সুখের এই পৃথিবী
সুখের যত অভিনয়..
যতই আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়..
কেউ ই সুখী নয়॥ - *মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও
নিজের সাথে কখনও অভিনয় করা যায় না
তাই সে আড়ালে কাঁদে ! - *সুন্দর মানুষ খুঁজতে গিয়ে
সুন্দর জীবনকে নষ্ট কোরো না
পৃথিবীতে সুন্দর
মানুষের অভাব নেই…
অভাব শুধু সুন্দর মনের । - *এক দিন জানি সকলেই যাব চলে ,
তবু কেন মন অকারণ ব্যথা পায় ।
তবু কেন চোখে বারেবারে আসে জল ,
হয়তো পৃথিবী এত সুন্দর বলে॥ - *যে শুধুই হাসে
ভালো নাহি বাসে
প্রাণের বাসরে ধরা দেয় না সে
তাহার লাগিয়া কেন রে ভাসালি জীবন ভেলা ,
সখি পরাণের সাথে কেন তোর এই কাঁদন খেলা? - *হৃদ- বিনা তারে কেন বাজে সুর ?
সে তো দূর হতে দূর বহুদূর
মধু বেলা সনে কেন রে পাতালি বিরহ বেলা?
সুখের শয্যা কেন রে ভরালি দিয়ে অবহেলা?
করুন দুঃখ নিয়ে কবিতা ~ Depressing Poems in Bengali Status
- *বন্ধু একাই আমি জাগবো,
আঁধার আকাশে একা চিরদিন চেয়ে আমি থাকব।
আমাকে সে ভুলে গেছে
সে কথা আমি তো বেশ জানি,
তবু স্মৃতির সাগর থেকে
বারেবারে ডেকে তারে আনি।
মরীচিকা জানি তবুও
আলো ভেবে দু নয়নে আঁকব॥ - *আমায় বাঁধেরে কে যেন বাঁধে রে
আমি বুঝতে না পারি এ কেমন বাঁধা
কী ফুল জড়ায়ে এ মালা গাঁথা,
কার জন্য হৃদয় আমার ব্যাকুল হয়ে কাঁদে রে? - *মনের গোপন কথা চিরদিন রয়ে গেল মনে
জাগরণে এল না সে
সে শুধু এল গো স্বপনে।
থাকলেও অনেক দূরে
মনে মনে কাছে তারে ডাকব॥ - *কেন পান্থ ভুল করে এলে এই পথে
কেন দেখা হলো, কেন কথা হল মোর সাথে ,
কেন যে দেখিনু নিঃস্বতা তব নয়নে?
কেন ব্যাথা মম বাজিলো হৃদয় গহনে ,
তুমি কি দেখনি মোর নয়নের সজল মেঘ ?
তুমি কি বোঝনি স্তব্ধ নীরব কথা অনেক?
কার লাগি তুমি চলেছ এই পথে একা একা
কার গান আছে তব হৃদয়ের মাঝে ঢাকা?
কেন গো পথিক এখনও রয়েছ শান্ত ধীর
হৃদয় কি তব হয়নি এখনও কোমল অধীর ?

বলা হয় যে কষ্ট না পেলে মানুষ জীবনে বাস্তবের সম্মুখীন হতে পারে না। এ কথাটি ঠিক তবে মানুষকে সেই কষ্টের মোকাবিলাও করতে হবে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতেও শিখতে হবে তাহলেই সে জীবনযুদ্ধে জয়ী হতে পারে। সুখ এবং দুঃখ জীবনের দুইটি অঙ্গ ।রাতের শেষে যেমন ভোরের আলো ফোটে ;তেমনি কষ্টেরও দিনের ও একসময় অবসান হয় আর সুখের আলো তখন দেখা দেয় ।
