কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা গান গুলির মধ্যে একটি হলো “অবেলায় যদি এসেছ আমার বনে” গানটি। এই গানটির পংক্তিগুলি যেন হৃদয় ছুঁয়ে যায় সকলের। মনোমোহিত করা এই গানটির কথা বা লিরিক্স শেয়ার করা হলো নিম্নে, আপনারা খুব সহজই গানের লিরিক টি পড়তে, কপি করতে, শেয়ার ও ডাউনলোড করতে পারবেন বিভিন্ন অপশন গুলির মাধ্যমে।
অবেলায় যদি এসেছ আমার বনে গানের কথা, লিরিক্স বাংলা হরফে | Abelay Jodi Esechho Song Lyrics in Bengali Font
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে ।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে ।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে ।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে ।
নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।
ইংরেজি হরফে অবেলায় যদি এসেছ আমার বনে গানের কথা, লিরিক্স | Abelay Jodi Esechho Song Lyrics in English Font
Abelaay jodi esechho aamar bone diner bidaaykhone
Geyo na, geyo na chanchal gaan klaanto e somirane.
Ghano bokuler mlaan beethikaay
Sheerno je phul jhore jhore jaay
Taai diye haar keno gnaatho haay,
laaj baasi taay mone.
Cheyo na, cheyo na mor deenatay
helaay nayonokone. Eso eso kaal rajoneer abosaane
probhat-aalor dwaare. Jeyo na, jeyo na akaale haaniya
sakaaler kolikare. Eso eso jodi kobhu susamay
Niye aase taar bhara sanchay, Chironobiner jodi ghote joy
saaji bhora hoy dhone. Niyo na, niyo na mor porichay E chhaayar aaborane.
অবেলায় যদি এসেছ আমার বনে – গানটির সম্পর্কে কিছু তথ্য | Abelay Jodi Esechho Song Information
রাগ: কাফি
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর ( Dinendranath Tagore )
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindranath Tagore )
অবেলায় যদি এসেছ আমার বনে – গানটি শুনে নিন, ইউটুব লিংক, ভিডিও | Abelay Jodi Esechho Song Video
অবেলায় যদি এসেছ আমার বনে লিরিক্স এই পোস্ট থেকে খুব সহজেই আপনারা পেয়ে গেলেন, আরো সুন্দর প্রেমের রবীন্দ্রসংগীত এর লিরিক ও আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ভালো লাগলে ফেইসবুক, হোয়াটস্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া তে শেয়ার করবেন।