মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দের ছবির পাশে ক্ষুদিরাম বসুর ছবি, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়


বীর শহিদ ক্ষুদিরাম বসু যার বীরত্বে সাহসে ইংরেজরাও ভয় পেয়েছিল, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন এমন একজন শহিদের ছবি দেখা গেল ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের একটি অংশে এবং এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এবং রোষের মধ্যে পড়তে হল জি ফাইভকে, কারণ ক্ষুদিরাম বসুকে দেখা গেছে থানার দেওয়ালে থাকা দাগী অপরাধীদের ছবির পাশে। এই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় বয়ে গেছে। বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর স্থান অপরাধীর সঙ্গে, এমন ভুল দেখে দর্শকরা আঁতকে ওঠেন।

সম্প্রতি জি ফাইভে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘অভয়-২’। যেখানে অভিনয় করেছেন কুনাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতারা। সেই ওয়েব সিরিজের একটি এপিসোডে থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে উজ্জ্বল ভাবে ক্ষুদিরাম বসুর উপস্থিতি দেখে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

abhay 2 insulting khudiram

স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ যিনি মাত্র ১৮ বছর বয়সের দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করেন, হাসি মুখে ফাঁসিকাঠে ওঠেন দেশের জন্য এমন বীর শহিদের ছবি প্রকাশ পেল মোস্ট ওয়ান্টেডদের তালকায়। এই অপরাধকে ক্ষমার অযোগ্য বলেই মনে করছে নেটিজেনদের একটা বড় অংশ।

দিন কয়েক আগেই ছিল ১১ অগস্ট,সেদিন পালিত হয়েছে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। রবিবার থেকেই এই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত বাঙালি জনতা ।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রবিবার থেকে, আশ্চর্যের বিষয় এই ওয়েব সিরিজের পরিচালক নিজেও একজন বাঙালি। কেন ঘোষ এই ওয়েব সিরিজের পরিচালক, মুম্বইতে থাকা এই পরিচালক নিজে বাঙালি হয়ে কিভাবে বীর শহিদকে এমন ভাবে অপমান করলেন অবাক সকলে। তার সঙ্গেই দোষের ভাগিদার কিন্তু গোটা ইউনিটও, এমনটাই মত অনকের। কারণ যে ভুল সহজেই দর্শকের নজরে উঠে আসল সেই ভুল কিকরে এত বড় শ্যুটিং ইউনিটের মানুষদের চোখে পড়ল না ভাবাচ্ছে সকলকে।

এই ধরনের অপরাধের পর জি ফাইভ কর্তৃপক্ষ এবং এবং পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বঙ্গ নেটিজেনরা।
ভুল স্বীকার করে ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দর্শকদের ভাবাবেগে আঘাত দেওয়া কখনই ইউনিটের উদ্দেশ্য ছিল না, ওই নির্দিষ্ট অংশ ক্ষুদিরাম বসুর ছবি ব্লার করে দেওয়া হয়েছে।

রোষের মুখে পড় এই ক্ষমা চাওয়াকে দায়সারা ভাবেই দেখছেন জনতা, এটা এমনই অপরাধ যে ক্ষমা চাইলেও ক্ষমা করা যায় না। বাঙ্গালি বীর কে ক্রিমিনাল ওয়ান্টেড এর তালিকায় রাখা হয়েছে। ক্ষুব্ধ জনতাদের মন্তব্য স্বাধীনতা দিবসে এমন অপমান না করলেও পারত, অনেকে আবার এই ভুলকে ইচ্ছাকৃত প্রচার বলেও দেখছেন।

Recent Posts