দীর্ঘদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তার, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারাজ খান। গত ১৪ অক্টোবর বিক্রম হাসপাতালে ফারাজ খানকে ভর্তি করা হয়। ফুসফুস থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল মস্তিষ্কে। নিউমোনিয়াও হয়েছিল প্রাক্তন অভিনেতার।৪৬ বছরের ফারাজ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন পুজা ভাট।
অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় ২৫ লক্ষ টাকার হাসপাতাল বিল দিতে সংকটে পড়ে গেছিল তার পরিবার। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ফারাজের ফ্যানেদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান পূজা ভাট। এরপর গুরুতর অসুস্থ অভিনেতার হাসপাতালের বিল মেটান সলমান খান।এছাড়াও সেই সময় অভিনেতা ফারাজের পারিবারিক তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেন পুজা ভাট ও সোনি রাজদানও ।
নব্বই দশকে, বেশ কয়েকটি হিন্দি সিনেমায় ফারাজ খান অভিনয় করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মেহেন্দি (১৯৯৮) যেখানে রানি মুখার্জির সাথে অভিনয় করেছিলেন ফারাজ এছাড়াও ফরেব (১৯৯৬), দুলহন বানো ম্যাঁ তেরি (১৯৯৯) ও চাঁদ বুজ গ্যায়া (২০০৫) ইত্যাদি সিনেমাতেও দেখা গিয়েছিল অভিনেতাকে।অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বলিউডে।এবছর বলিউডে অন্ধকার বছর, অভিনেতা ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত এবং আরও বহু তারকাকে হারিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি।