জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী


জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। গত ৮ সেপ্টেম্বর অভিনেতা সুশান্ত  সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, প্রায় এক মাস মুম্বইয়ের  বাইকুল্লা জেলে ছিলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আর্থিক তছরুপের তদন্তে নেমে ইডির হাতে বেশ কিছু হোয়াটসআপ চ্যাটের  আসে, এরপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্তে নেমে সুশান্তের মৃত্যু মামলায় মাদক যোগে একাধিক বলিউডের তারকা থেকে বহু নামজাদা ব্যক্তিত্বকে জেরা করে। মাদক যোগে রিয়া চক্রবর্তী  এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে এনসিবি।


মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছিল বিচারবিভাগীর হেফাজতে ২০ অক্টোবর পর্যন্ত থাকতে হবে তাকে আর তারপরই জামিনের আবেদন জানায় রিয়া। বুধবার সকালে বম্বে হাইকোর্টের তরফে রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন মঞ্জুর করা হলেও অভিনেত্রীর ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে এনসিবি মাদক যোগে গ্রেফতার করেছিলেন শৌভিক কে,তার সাথে দুই ড্রাগ লেনদেন এ  জাইদ ভিলাত্রা এবং আবদুল বসিত পরিহারের সঙ্গে  যোগ পাওয়া যায়। 


 ৮ সেপ্টেম্বর গ্রেফতার হওয়ার দিন সন্ধ্যাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিয়া চক্রবর্তীকে আদালতে পেশ করা হয়। প্রথম দফায় ১৪ দিনের জন্য রিয়াকে বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে, তার পরেরদিন  সকালে জামিনের আবেদন করেছিলেন রিয়া যা খারিজ হয়ে যায় এবং তাকে পাঠানো হয় বাইকুল্লা জেলে।সেখানে ১৪ দিনের দিন  রিয়া চক্রবর্তী দ্বিতীয়বার জামিনের আবেদন করেন যা খারিজ হয়ে যায় এবং আবার ১৪ দিনের জন্য তাকে আদালতের তরফে  বাইকুল্লা জেলে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর ৬ অক্টোবর  তৃতীয় বার রিয়া চক্রবর্তীর  বিচারবিভাগীর হেফাজতের মেয়াদ বাড়ানো হলেও তাকে  জামিন দেওয়া হয়েছে।  


তবে জামিন পেলেও একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে তার উপর। বুধবার ১ লক্ষ টাকার বন্ডে  জামিন পেলেও আগামী ১০ দিন তাঁকে হাজিরা দিতে হবে থানায়। থানায় জমা রাখা হবে তাঁর  পাসপোর্ট।গ্রেটার মুম্বইয়ের বাইরে যাওয়ার জন্য লাগবে তদন্তকারী আধিকারিকের অনুমতি। আদালতের অনুমতি ছাড়া যেতে পারবে না বিদেশে।

Recent Posts