অসহায় মানুষের ভগবান সোনু সুদ পেলেন স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড


লকডাউনের অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। শুধু পর্দার হিরো নয় মানুষের কাছে বাস্তব জীবনের হিরো হয়ে উঠেছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের সাহায্য হোক বা কাউকে পড়াশোনায় সাহায্য করা, যে কোনো মানুষের বিপদে এগিয়ে এসেছেন সোনু সুদ।করোনা মহামারীর সময় যখন চারিদিকে হাহাকার, মৃত্যু সেই সময়  দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে বাস, ট্রেন, চার্টার্ড প্লেন ভাড়া করে নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছেন তিনি। অসহায় মানুষ তার কাছে কখনো চেয়েছে পড়াশোনার জন্য বই, কখনও বা জুতো, সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন তিনি।ফলের আশা না করেই কর্ম করে গেছেন। আর এবার তিনি তার মহৎ কাজের স্বীকৃতিও পেলেন। 


স্বরূপ ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপির তরফে বিশেষ মানবিকতার পুরস্কার প্রদান করা হয় সোনু সুদকে, সোমবার রাষ্ট্রসংঘের তরফে ভার্চুয়াল প্রোগ্রামে স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয় সোনু সুদকে। তার কাজকে স্বীকৃতি দিয়ে তাকে এই পুরস্কার দেওয়ায় উচ্ছ্বসিত তার ভক্তরা৷ রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে এর আগে মানবিকতার পুরস্কার পেয়েছেন বেশ কিছু সেলিব্রিটি,তার মধ্যে নাম আছে  প্রিয়াঙ্কা চোপড়া, লিওনার্দো দি ক্যাপ্রিও,ডেভিড বেকহ্যাম, এমা ওয়াটসন, আঞ্জেলিনা জোলি, অ্যান্তোনিও বান্দেরাস,লিয়াম নিশান, কেট ব্ল্যাঙ্কেট, নিকোল কিডম্যান। এই তালিকায় এবার নতুন সংযোজন হিরো সোনু সুদের নাম। 


ইউএনডিপির তরফে এই পুরস্কার দেওয়ার সময় বলা হয় পাঞ্জাব সরকারের ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং ও সাস্টেইনেবল গোলস কো-অর্ডিনেশন সেন্টারের তরফে অভিনেতা সোনু সুদকে স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া  পুরস্কার পৌঁছে দেওয়া হবে। স্বাধীন বিচারকের সিদ্ধান্তে দেওয়া এই পুরস্কার দেশের খারাপ সময়ে কঠিন পরিস্থিতিতে অসহায়  মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সোনু সুদের প্রশংসা করে তাকে এই পুরস্কারের জন্য শুভেচ্ছা জানিয়েছে ইউএনডিপি। 


লকডাউনের মধ্যে অন্য রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কাছে ভগবানের স্থান পেয়েছিলেন সোনু সুদ। কোভিড পরিস্থিতিতে মুম্বইয়ে নিজের হোটেল তিনি করোনা যোদ্ধাদের জন্য উন্মুক্ত করেছিলেন। হেল্প লাইন নম্বরের মাধ্যমে যারাই সাহায্যের আবেদন করেছেন তারাই সাহায্য পেয়েছেন।কখনও তরুণীর অস্ত্রোপচারের খরচ দিয়েছেন আবার কখনও কৃষক দম্পতিকে কিনে দিয়েছেন ট্রাক্টর। 
দেশের সকল মানুষ সোনু  সুদের মহান কাজের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। তার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ থেকে বলিউডের  সেলিব্রিটিরাও।


এই পুরস্কার পেয়ে আনন্দিত  অভিনেতা সোনু সুদ। তিনি জানিয়েছেন প্রত্যাশা ছাড়াই তিনি মানুষের সাহায্য করেছেন, পাশে দাড়িয়েছেন অসহায় মানুষের। তবে  রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ স্বীকৃতি এবং পুরস্কার পেয়ে তিনি  সম্মানিত বোধ করছেন, ভীষণ খুশি তিনি

Recent Posts