ভাঙতে চলেছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে! চাঞ্চল্য নেট দুনিয়ায়


 অভিনেত্রী শ্রাবন্তী তৃতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোশন সিংয়ের সাথে। সুখী দাম্পত্য জীবনের মাঝে হঠাৎ কি এমন হল যে বিচ্ছেদের পথে অভিনেত্রী, বুঝতে পারছেন না নেটিজেনরা। শোনা যাচ্ছে পুজোর কয়েকদিন আগে থেকেই নাকি শ্রাবন্তী আর রোশন আলাদা থাকছেন। সম্পর্কে যে চিড় ধরেছে এমন জল্পনা কিছুদিন ধরেই উঠে আসছিল। তবে অভিনেত্রী শ্রাবন্তী এবং তার স্বামীর রোশন ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি ডিলিট করার পাশাপাশি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন দেখে এই জল্পনা সঠিকই ছিল তেমনটাই মনে করছেন সকলে।


উল্লেখ্য এবছর দুর্গাপুজোয় নিজের আবাসনের দশমীর সিঁদুরখেলাতেও দেখা যায়নি অভিনেত্রীকে। শ্রাবন্তীর প্রথম পক্ষের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম  প্রোফাইল থেকেও ডিলিট  তিনজনের সমস্ত ছবি।যদিও এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তবে রোশন সিং এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন  দশমীর ১০ দিন আগে থেকেই আলাদা থাকছেন তারা।  এর চেয়ে বেশি কিছু না বললেও তার কথার ইঙ্গিতে স্পষ্ট তাদের সম্পর্কে ফাটল ধরেছে। 


১৩ অগস্ট ছিল রোশন ও শ্রাবন্তীর জন্মদিন,সেই দিন নিজেদের জন্মদিন পালন করার পর পরের দিন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুের  জন্মদিন উপলক্ষে তারা মন্দারমনি ঘুরতে গিয়েছিলেন। তখনও পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তার কয়েকদিন পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও একসাথে দম্পতির কোনো  পোস্ট সেভাবে দেখা যায়নি। 

পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিচ্ছেদ হওয়ার পর ২০১৬ সালে মডেল কিষাণ বিরাজের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী,তবে সেই সম্পর্কও খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এরপর রোশন সিংয়ের সাথে তৃতীয়বার গাঁটছড়া বাধেন অভিনেত্রী।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...