বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। মধুর এই গানটির কথা বা লিরিক্স নিম্নে শেয়ার করা হল, খুব সহজেই আপনারা পড়ে নিতে পারেন, এবং কপি, শেয়ার ও ডাওনলোড করে নিন নিচে দেওয়া বিভিন্ন অপশনের সাহায্যে।
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে – গানের লিরিক্স বাংলা হরফে।
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা,
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ॥
ওগো বিদেশিনী,
তুমি ডাকো ওরে নাম ধরে,
ও যে তোমারি চেনা।
তোমারি দেশের আকাশ ও যে জানে,
তোমার রাতের তারা,
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া–
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥
Adhara madhuri dharechhi chhandobandhane Lyrics in english transcription
Adhara maadhuri dhorechhi chhandobandhane.
O je sudur raater paakhi
Gaahe sudur raatero gaan.
Bigato basonter ashokoraktoraage or rongin paakha,
Taari jhara phuer gandho or antare dhaaka.
Ogo bideshini,
Tumi daako ore naam dhore,
O je tomari chena
Tomari desher aakash o je jaane, tomar raater taara,
Tomari bokuloboner gaane o dey saara –
Naache tomari kankoneri taale.
অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে – গানটি সম্পর্কে কিছু তথ্য। Adhara Madhuri Dharechi chhanda bandhane song information
রাগ: মিশ্র বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর ।
অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে- গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে। Adhara Madhuri Dharechi chhanda bandhane song video
অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে – গান সম্বন্ধীয় তথ্য খুব সহজেই আপনারা পেয়ে গেলেন, আরো সুন্দর রবীন্দ্র সংগীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন।