মুক্তি পেল ‘লক্ষ্মী’ র নতুন পোস্টার, নতুন চমকের অপেক্ষায় সিনে প্রেমীরা


লক্ষ্মী পুজোর দিন মুক্তি পেল ‘লক্ষ্মী’ র নতুন পোস্টার। আগে ছবিটির নাম ‘লক্ষ্মী বম্ব’ থাকলেও একাধিক বিতর্কের পর নাম পরিবর্তন করা হয়৷ সিবিএফসি এই ছবির দেখার পর ছবির নাম পরিবর্তনের নির্দেশ দিলেও মূলত রাজস্থানের করণী সেনার তরফে ‘লক্ষ্মী বম্ব’ নাম রাখার পর হুমকি দেওয়া হয়, কারণ হিন্দু দেবী লক্ষ্মীকে এর মাধ্যমে অপমান করা হচ্ছে বলে বিদ্রোহ হয় এই নামের বিরুদ্ধে। তারপরেই ছবির সহ পরিচালক শাবিনা খান ও তুষার কাপুর অভিনেতা অক্ষয় কুমারকে সাথে নিয়েই ছবির নাম ‘লক্ষ্মী বম্ব’ থেকে শুধু ‘লক্ষ্মী’ নাম দেওয়া হয়। 


অক্ষয় কুমার ছাড়াও কিয়ার আডবানীকে দেখা যাবে এই সিনেমায়। ছবির নতুন পোস্টারে অক্ষয় কুমারকে দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে কমেডির পাশাপাশি হরর যোগও থাকছে, অক্ষয়ের সামনে দাড়িয়ে আছে কিয়ারা আডবানী। এই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন রুপান্তরকামীর চরিত্রে।ছবির ট্রেলারে দেখা যায় অক্ষয় কুমার কিয়ারার সাথে কিয়ারার বাপের বাড়ি গেছে যেখানে তাদের পরিবারের সদস্যদের সাথে অক্ষয়ের মানসিকতা মিলছে না।

হাস্যকর ঘটনার পাশাপাশি সেখানে ঘটছে নানা ভৌতিক ঘটনাও। এবং একসময় অক্ষয়ের উপর ভর করে এক আত্মা। শেষ এ কি হবে, ওই আত্মা কি চলে যাবে অক্ষয়ের শরীর থেকে, না কি থেকে যাবে অন্য গল্প নিয়ে, জানা যাবে ৯ তারিখ ডিজনি প্লাস হটস্টারে।হরর কমেডি ছবি ‘লক্ষ্মী’ তামিল ছবি ‘Muni 2: Kanchana’ র রিমেক।

তামিল ছবিটি প্রকাশিত হয়েছিল ২০১১ সালে, যার ৯ বছর পর আসছে হিন্দি রিমেক। এই ছবির পরিচালনা করছেন রাঘব লরেন্স যিনি ‘Muni 2: kanchana’ র পরিচালক ছিলেন। বলিউডে পরিচালক হিসেবে এটাই তার প্রথম কাজ। ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমনে। এই ছবিতে অক্ষয় কুমার এবং কিয়ারা আডবানী ছাড়াও দেখা যাবে তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারকেও দেখা যাবে৷


Recent Posts

link to বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, বাণী ও বার্তা, Bankim Chandra Chattopadhyay quotes in Bengali 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, বাণী ও বার্তা, Bankim Chandra Chattopadhyay quotes in Bengali 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম মহান সাহিত্যিক। তাঁর...