শিউলি ফুল সম্পর্কে বিস্তারিত, Details about Shiuli flower



শিউলির মিষ্টি গন্ধ ভাল লাগে না এমন মানুষ পাওয়া ভার। রাতে শিউলি ফোটে আর ভোর হলেই ঝরে পড়ে বৃন্ত থেকে। শিউলি ফুল শরৎকালে ফোটে। ভারতীয় উপমহাদেশে এই ফুলকে দুর্গা পূজার আগমনি ফুুলের মর্যাদা দেওয়া হয়েছে। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই ফুল শুধু নিজের মাধুর্যের জন্যই খ্যাত নয়, বরং এর পাতাও খাদ্যগুণে ভরপুর। আজকে এই প্রতিবেদনে আমরা শিউলি ফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

শিউলি ফুল সম্পর্কে বিস্তারিত

শিউলি ফুলের বিভিন্ন নাম, Different names of Shiuli flower: 

শেফালিকা, পারিজাতাকা, রাগাপুস্পি, খারাপাত্রাকা, প্রজক্তা ইত্যাদি নাম ছাড়াও এলাকা ভিত্তিক শিউলি ফুলের বিভিন্ন নাম রয়েছে, সেগুলি হল : 

  • বাংলা ভাষায় – শিউলি বা শেফালি
  • সংস্কৃত ভাষায় – নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, প্রযক্তা, প্রযক্তি।
  • তামিল ভাষায় – পাভাঝা মাল্লি বা পাভালা মাল্লি
  • ওড়িয়া ভাষায় – গঙ্গা শিউলি
  • মনিপুরী ভাষায় – সিঙ্গারেই
  • অসমীয়া ভাষায় – শেওয়ালি (শেৱালি)
  • হিন্দী / হিন্দিভাষা – হরসিঙ্গার/হরশৃঙ্গার, পারিজাত
  • মারাঠি / মারাঠিভাষা – পারিজাথক

শিউলি গাছ নিয়ে পৌরাণিক কাহিনি, Mythological story about Shiuli  : 

হিন্দুদের পুজোয় একমাত্র শিউলিই এমন ফুল যেটি মাটিতে ঝরে পড়লেও তাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে।

পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থন থেকে পারিজাত (Parijat Flower) বা শিউলি গাছের উদ্ভব হয়, আর সেই সমুদ্র মন্থন থেকেই মা লক্ষ্মীও আবির্ভূতা হন। ধনদেবী লক্ষ্মীর এই শিউলি গাছ খুবই প্রিয়। তাই মা লক্ষ্মীর পুজোয় পদ্ম ফুলের পাশাপাশি শিউলি ফুলও অর্পণ করা হয়।

শিউলি গাছ নিয়ে পৌরাণিক কাহিনি,

শিউলি ফুল গাছ সম্পর্কে আরও একটি গল্প প্রচলিত আছে, সেটি হল : নাগরাজের অপরূপা লাবণ্যময়ী কন্যা পারিজাতিকা নামে এক রাজকন্যা ছিল, তিনি সূর্যদেবের প্রেমে পড়ে গিয়ে তাকে কামনা করেন।

কিন্তু বহু চেষ্টা করেও সূর্যদেবকে পান নি বলে তিনি আত্মহত্যা করেন। গল্প অনুযায়ী তার দেহের ভস্ম পারিজাতবৃক্ষ বা শিউলি গাছ রূপে ফুটে ওঠে, যাকে ব্যর্থ প্রেমের প্রতীক বলে মনে করা হয়। তাই হয়তো এই ফুল সূর্যের স্পর্শ মাত্র ঝরে পড়ে অশ্রুবিন্দুর মত।

এই ফুল নিয়ে অন্য একটি কাহিনী হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় রাণী রুক্মিণী ও সত্যভামার জন্য এই ফুলের গাছের ডাল স্বরও থেকে চুরি করে এনেছিলেন।

শিউলি ও শরতের সম্পর্ক, Relationship between Shiuli and Autumn: 

শিউলি বা শেফালী হল শরৎ ঋতুর শ্রেষ্ঠ ফুল। শিউলি না ফুটলে শরতের শুভ্রতা যেন অপূর্ণই থেকে যায়। এক সময় শিউলী দেখে খুশিতে ছেলে মেয়েদের মন মেতে উঠতো। এই ফুল যেমন আগমনীর আভাস দেয়, তেমনি শরৎকালের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে।

শিউলি ও শরতের সম্পর্ক

ভোর বেলায় দল বেঁধে সকলে নামতো শিউলী কুড়াতে, আর পাল্লা দিয়ে চলে মালা গাঁথার প্রতিযোগিতা। এমনকি এখনো প্রত্যন্ত অঞ্চলে এই দৃশ্য দেখা যায়।

সাহিত্যে শিউলি ফুলের উল্লেখ, References to Shiuli flowers in literature : 

  • শিউলি-সুরভিত রাতে, বিকশিত জ্যোৎস্নাতে’
  • সকল বন আকুল করে শুভ্র শেফালিকা’ 
  • শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল/ রাতের বায় কোন্ মায়ায় নিল হায় বনছায়ায়/ ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল/ কেন রে তুই উন্মনা।’
  • শরৎ প্রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে।’
  • হৃদয় কুঞ্জবনে মঞ্জুরিল মধুর শেফালিকা, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ/ আমরা গেঁথেছি শেফালি মালা’

শিউলি ফুল নিয়ে কবিগুরুর এমন অজস্র পঙ্ক্তি বাংলা সাহিত্যকেও সুবাসিত করে রেখেছে। তবে শুধু বিশ্বকবি নয়, কাজী নজরুল ইসলামও শিউলি ফুলের মাধুর্যে মুগ্ধ হয়ে লিখে গেছেন গান। 

শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।’

এক কথায় বলতে গেলে বাংলার চিরচেনা শিউলি ফুল নিয়ে সেই পৌরণিক কাল থেকে কত গান কাব্য সাহিত্য রচিত হয়েছে তার কোন হিসাব নেই। কবি তথা লেখকগণ শিশিরের শিউলি, শরতের শিউলি, শীতের শিউলি- কত নামে ডেকেছেন তারা। 

চিকিৎসায় শিউলির ব্যবহার, Use of shiuli in medicine : 

  • Immunostimulant, Hepatoprotective, antileishmanial, Antiviral এবং Antifungal ঔষধ গুলো তৈরি করতে শিউলির বীজ, পাতা ও ফুল ব্যবহার করা হয়।
  • এর পাতা sciatica, arthritis, fevers, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্যে ঔষধ বা বড়ির মত করে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়।
  • মাথার খুসকি দূর করতে শিউলি-বীজ উপকারী।
চিকিৎসায় শিউলির ব্যবহার
  • শিউলি পাতার উপকার পাবেন কিছু ব‍্যবহার এর ক্ষেত্রে— ১. সায়াটিকার ব‍্যথায়- প্রতিদিন সকালে ২-৪ টি শিউলি পাতা ও ২-৪ টি তুলসী পাতা একসাথে কুটে নিয়ে জলে ফুটিয়ে সেই জল ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেতে হবে।।
  • ২৫/২০টি শিউলি পাতা ৩ কাপ জলে সিদ্ধ করে ঐ জল যদি রোজ সকালে ও রাতে সেবন করেন তবে বাত রোগ সারবে। ব্যাথা না সারা পর্যন্ত খেতে হবে।
  • আর্থারাইটিস এর ব‍্যথায়- প্রতিদিন সকালে চা এর ন‍্যায় এক কাপ জলে ২টি শিউলি পাতা ও ২টি তুলসী পাতা ফুটিয়ে ও ছেঁকে খেতে হবে। এটি এক ধরনের হার্বাল টি।

শিউলি বা পারিজাত গাছ বিখ্যাত কেন? Why is Shiuli or Parijat famous?

শিউলি গাছ নিয়ে বেশ কিছু প্রবাদ প্রচলিত রয়েছে, যেগুলোর মধ্যে বেশিরভাগ প্রবাদের গ্রহণযোগ্যতা রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হল, অর্জুন এই গাছটিকে স্বর্গ থেকে এনেছিলেন এবং কুন্তী পূজার সময় শিবজিকে এর ফুল দিয়ে মুকুট দিতেন। 

শিউলি ফুলকে ইংরেজিতে কী বলে ? What is Shiuli flower called in English?

পুজো মানেই শিউলি ফুলের গন্ধ! তবে বহু মানুষ জানে না শিউলি ফুলের সঠিক ইংরেজি!  ইংরেজিতে একে বলা হয় ‘নাইট জ্যাসমিন’ বা ‘নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন’। কিছু ক্ষেত্রে একে ‘পারিজাত ফ্লাওয়ার’ বলা হয়, এই দু’টি নামই বেশি প্রচলিত। তবে এটি ‘কোরাল জ্যাসমিন’ নামেও অভিহিত হয়। এর আরও একটি ইংরেজি নাম রয়েছে, সেটি হল ‘Nyctanthes’! কোনো কোনো ক্ষেত্রে এই ফুলকে ইংরেজিতে ‘Harsingar’- বলা হয়। 

শিউলি ফুলকে কেন বলা হয় ‘দুঃখের বৃক্ষ’ ? Why is Shiuli flower called ‘tree of sorrow’?

Harsingar

শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis, ইংরেজিতে এই ফুলকে ‘tree of sorrow’-ও বলা হয়! “দুঃখের বৃক্ষ”-ও বলা হয় কারণ দিনের আলোতে এই ফুল তাদের উজ্জ্বলতা হারায়।  সন্ধ্যায় ফোটা আর সকালে ঝরা ফুলের মাঝে বিষণ্নভাবে দাঁড়িয়ে থাকাটাই এই রকম নামকরণের কারণ বলে ধারণা করা হয়।

পারিজাত ফুল আর শিউলি ফুল কি এক? Are Parijat and Shiuli flower same?

দুর্গা পুজো মানেই যেমন আকাশে সাদা মেঘের ভেলা, তেমনই দুর্গা পুজো মানেই সাদা হয়ে ফুটে থাকা কাশ ফুল আর শিউলি ফুল। শিউলি ফুলের আর এক নাম পারিজাত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি স্বর্গের ফুল।

শিউলি পাতার রস খেলে কি উপকার হয়? What are the benefits of consuming Shiuli leaf juice?

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে। এছাড়া এই রস কাশি উপশম করে।

শিউলি পাতার গুনাগুন কি কি? What are the properties of Shiuli leaf?

ঐতিহ্যগত চিকিৎসাতে শিউলি একটি পরিচিত অ্যান্টি-পাইরেটিক (জ্বর কমায়)। দীর্ঘ স্থায়ী জ্বর কমাতে আয়ুর্বেদিক চিকিৎসকরা শিউলির চা পান করার পরামর্শ দেন। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে যে শিউলি গাছের ছালের নির্যাস একটি উপকারী অ্যান্টি-পাইরেটিক হতে পারে।

শিউলি বা পারিজাত কিসের প্রতীক? What does Shiuli or Parijat flower symbolize?

হিন্দু পুরাণে, সমুদ্র মন্থনের সময় মহাজাগতিক মহাসাগরের মন্থন থেকে পারিজাত গাছের উৎপত্তি বলে মনে করা হয়। গাছটিকে ভালবাসা এবং ভক্তির একটি পবিত্র প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।

শিউলি বা পারিজাত ফুল দিয়ে চুল গজানোর উপায় কি? How to grow hair with the help of Shiuli or Parijat flowers?

শিউলি বা পারিজাতের কেশ্য (হেয়ার টনিক) বৈশিষ্ট্য রয়েছে যা চুল পড়া নিয়ন্ত্রণ করতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। পারিজাত ফুলের রস বা বীজের পেস্ট, মাথার ত্বকে লাগালে দ্রুত ফল পাওয়া যায় এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

শেষ কথা, Conclusion : 

আগে যত্রতত্র শিউলির গাছ দেখা গেলেও নগর সভ্যতার কারণে এখন আর তেমনটি চোখে পড়ে না।  শিউলি ফুল কী হারিয়ে যেতে বসেছে? প্রযুক্তির জাঁতাকলে পিষ্ঠ নতুন প্রজন্ম এই ফুল চেনেনা বললেই চলে।  নতুনকরে এখন আর যত্ন করে শিউলি গাছ কেউ রোপণ করে না। কিন্তু তাও শরৎ এলে বহু মানুষের মন খুঁজে বেড়ায় শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ এবং ভোর বেলায় শিশির ভেজা ফুলের বিষন্নতা। 

Frequently Asked Questions

শিউলি বা পারিজাত কিসের প্রতীক?

ভালবাসা এবং ভক্তির একটি পবিত্র প্রতীক ।

শিউলি পাতার রস খেলে কি উপকার হয়?

কাশি উপশম করে, ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখে, কৃমির সমস্যা দূর করে।

শিউলি ফুলের ইংরেজি নাম কি ?

‘নাইট জ্যাসমিন’ বা ‘নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন’।

Recent Posts