বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে খুশির খবর দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, অন্ত:সত্ত্বা অনুষ্কা শর্মার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট কোহলি জানান ২০২১ সালের জানুয়ারি মাসেই আসতে চলেছে তাঁদের সন্তান।
হাসি মুখে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন তারা যেখানে অনুষ্কা শর্মা কালো রংয়ের পোশাক পরেছেন, বোঝা যাচ্ছে তার বেবি বাম্প এবং সাদা টিশার্টে অনুষ্কার পেছনে আছেন বিরাট।
আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে দলের সঙ্গে না গিয়ে কেন আলাদা করে চার্টার্ড বিমানে অনুষ্কা শর্মার সাথে গেছিলেন বিরাট কোহলি সেটা এখন স্পষ্ট সকলের কাছেই।
২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
সোশ্যাল মিডিয়ায় সুখবর জানানোর পর বিরুষ্কাকে আন্তরিক শুভেচ্ছা বার্তা জানাচ্ছে সকলে ।
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020