অ্যাপ ভিত্তিক সাইকেল চালু হল নিউটাউনে


কোভিড ১৯ যেভাবে ছড়িয়ে গেছে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ভীষণ জরুরী, তবে ভীড় বাসে তা অনেক ক্ষেত্রেই সম্ভব নয়, আবার সকলের কাছে নিজস্ব গাড়ি আছে এমনটাও নয়, তাই এই পরিস্থিতিতে যানবাহনের অন্যতম মাধ্যম হল সাইকেল। এতদিন পর্যন্ত কলকাতায়  ট্রাফিকের এত ভিড় থাকত যে  সাইকেল চালিয়ে অনেকেই গন্তব্যে যেতে পারতেন না।কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আছে, কিন্তু সকলের কাছেই যে সাইকেল আছে তেমন নয় তাই যাদের কাছে সাইকেল নেই তারাও যাতে সাইকেলে করে গন্তব্যে যেতে পারে সেই জন্য  অভিনব উদ্যোগ নিয়েছে হিডকো এবং এনকেডিএ।


নিউটাউনকে পরিবেশবান্ধব করে তুলতে বহু আগে নেওয়া উদ্যোগকে সময়ের সাথে  অত্যাধুনিক করে তুলতে  নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এর অ্যাপ নির্ভর সাইকেল চালানো শুরু হয়েছে। শহরের মানুষ এখন অভ্যস্ত অ্যাপ ক্যাবের মাধ্যমে যাতায়াতে ,সেই মাধ্যমকেই এবার আরও পরিবেশ বান্ধব গড়ে তোলা হল অ্যাপ নির্ভর সাইকেল এর মাধ্যমে। 


কিছুদিন আগেই এনকেডিএ-র দপ্তরে এসে গেছে ১০০ টি অ্যাপ নির্ভর সাইকেল, তৈরী করা হচ্ছে  ‘ডকিং স্টেশন’। যাত্রীদের এই সমস্ত ডকিং স্টেশনগুলিতেই রাখতে হবে সাইকেল। এনকেডিএ’র চেয়ারম্যান দেবাশিষ সেন আগেই বলেছিলেন সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে পারে এই অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবা। অ্যাপ ক্যাব বুক করার মতো অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে বুক করতে হবে সাইকেল রাইড।  


বুকিং নির্দিষ্ট ডকিং স্টেশনে গিয়ে দেখালে খুলবে সাইকেলের লক । ‘স্টার্ট’ হয়ে যাবে যাত্রা। আবার ডকিং স্টেশনে সাইকেল থামিয়ে  ‘স্টপ’ করলে সাইকেল হয়ে যাবে লক।নিউটাউনে পরিবেশবান্ধব পরিবহণের উপর রাজ্য সরকার বহু আগে থেকেই গুরুত্ব দিলেও যেখানে সেখানে সাইকেল পড়ে থাকার কারণে আগে তা চুরি হয়ে যেত। তবে অ্যাপ নির্ভর হওয়ায় আগের সমস্যা আর হবে না।

Recent Posts