করোনা পজিটিভ অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা


ফের করোনার থাবা বলিউডে, অভিনেতা অর্জুন কাপুর রবিবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। এর কিছু ঘন্টা পরেই মালাইকা ও জানান যে তিনিও করোনা পজিটিভ।

অর্জুন কাপুর ও মালাইকা
=

পোস্টে অর্জুন কাপুর লিখেছেন করোনায় আক্রান্ত হওয়ার কথা ভক্তদের জানানো তার কর্তব্য, করোনা আক্রান্ত হলেও তেমন কোনো
উপসর্গ তার মধ্যে নেই, চিকিৎসকের পরামর্শে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন।
ভক্তদের উদ্দেশ্যে তিনি সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তার শরীর পরবর্তিতে কেমন থাকবে সেই ব্যাপারে নিয়মিত তিনি খবর দেবেন বলে জানান। এমন কঠিন পরিস্থিতিতে অভিনেতার দৃঢ় বিশ্বাস একদিন এই খারাপ সময় চলে যাবে৷ মানুষ আবার করোনা মহামারীর প্রকোপ থেকে বেরিয়ে আসবে, ভাইরাসকে হারিয়ে ঠিক জয় পাবে। সকলের জন্য ভালোবাসা জানান তিনি।

তাঁর আসন্ন ছবি ‘ভুত পুলিশ’ কাজে ব্যস্ত ছিলেন তিনি, এর আগে তাকে দেখা যায়
ঐতিহাসিক কাহিনী অবলম্বনে নির্মিত ছবি ‘পানিপথ’ এ।

এর আগে অবশ্য বলিউডে অনেকেই আক্রান্ত হয় কোভিড এ। তবে তারা সকলেই এখন সুস্থ।
অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট দেখে বলিউডের অনেকেই তাকে সুস্থ হয়ে যাওয়ার বার্তা পাঠায়। অভিনেতার
আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর ভক্তরা।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...