বিশ্বরেকর্ডে নাম উঠল অযোধ্যার, ৫লক্ষ ৮৫ হাজারেরও বেশি প্রদীপের আলোয় ঝলমল করছে অযোধ্যা



দিওয়ালির উৎসবে আলোয় ঝলমল করে উঠছে উত্তরপ্রদেশের অযোধ্যা। ভূতচতুর্দশীর দিন রেকর্ড সংখ্যক মাটির প্রদীপ জ্বালানোয় বিশ্বরেকর্ড গড়েছে।এবছর করোনা আবহে বাজি না পুড়িয়ে দূষণমুক্ত ভাবে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করা হল অযোধ্যায়।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার দীপাবলির তিনদিন ব্যাপী উত্‍সবের সূচনা করেন। 


২৮টি ঘাটে ৬ লাখের বেশি প্রদীপ জ্বালানোর কথা ছিল সেখানে ৫লক্ষ ৮৫ হাজারের কাছাকাছি প্রদীপ লাগানো হয়। শুক্রবার অযোধ্যায়  অপরুপ আলোকিত সৌন্দর্য দেখতে সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিল।  যেখানে রেকর্ড করার পর আগামী বছর এবারের চাইতে আরও বেশি প্রদীপ জ্বালানো হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


১৪ বছর বনবাসের পর রামচন্দ্র ও সীতা যখন অযোধ্যায় ফেরেন সেই সময়  প্রদীপের আলোয় সাজানো হয়েছিল গোটা অযোধ্যা। প্রতিবছর আলোয় ঝলমল করে ওঠে অযোধ্যা।তবে এবারের  অযোধ্যার আলোকিত রূপ মুগ্ধ করল সকলকে, উঠলো গিনিস বুকে নাম। অগস্ট মাসে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দানের পর শুরু হয়েছিল অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন। বিশ্বের বৃহত্তম মন্দির গড়ে উঠবে অযোধ্যায় ,যা ৬৭ একর জমির উপর তৈরি হবে, মন্দিরের উচ্চতা হবে ১,১১১ ফুট। এই মন্দির তৈরীর আগেই উত্সবের মরশুমে গিনিস বুকে অযোধ্যার নাম ওঠায় আনন্দিত ভক্তরা ।

Recent Posts