চোটের জন্য অস্ট্রেলিয়া সফর থেকে বাদ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে, টেস্ট দলে সুযোগ পেলেন শুভমান গিল



আইপিএল শেষ হলেই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা দেবে ইন্ডিয়ার টিম। সেখানে ওয়ান ডে সিরিজ, টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।  সোমবার  জাতীয় দলের নির্বাচকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়া সফরে কে কে খেলবে জানিয়েছেন। উল্লেখ্য তিন ধরনের সিরিজে দল হবে আলাদা।হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। চোটের কারণে ইশান্ত শর্মাকেও দলে রাখা হয়নি। যদিও বিসিসিআইয়ের মেডিক্যাল টিম রোহিত শর্মা এবং ইশান্ত শর্মার চোটের উপর নজর রাখছে বলে জানানো হয়েছে।  তবে চোট সেরে গেলে তাঁরা দলে যোগ দেবেন কিনা, বোর্ডের তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 


উল্লেখযোগ্যভাবে টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন কেকেআরের বরুণ চক্রবর্তী। টেস্ট দলে সুযোগ পেলেন শুভমান গিল।টেস্ট দলে থাকা খেলোয়াড় দের নাম – বিরাট কোহলি (অধিনায়ক),আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), এছাড়াও থাকবেন মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ , লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, শুভমান গিল,জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার)।

আইপিএলে ভালো খেললেও টেস্ট দলে সুযোগ পেলেন না শিখর ধাওয়ান এবং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। টেস্ট দলে ২০১৯ এ সুযোগ পেয়েছিলেন কে এল রাহুল, এবার আবার অস্ট্রেলিয়া সফরের জন্য নেওয়া হয়েছে তাকে।  কে এল রাহুল  টি-টোয়েন্টি এবং ওয়ান ডে  সিরিজে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন।  টি-টোয়েন্টি দলে ঋষভ পন্থ এর পরিবর্তে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে ।  আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন কেকেঅারের স্পিনার বরুণ চক্রবর্তী, তাকেও সুযোগ দেওয়া হয়েছে  অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে ।


অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে খেলবেন, বিরাট কোহলি (অধিনায়ক),  লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেটকিপার), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার) , হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, বরুন চক্রবর্তী।


 ওয়ান ডে সিরিজের খেলবেন – বিরাট কোহলি (অধিনায়ক),কেএল রাহুল (সহ অধিনায়ক, উইকেটকিপার) শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, যুজবেন্দ্র চাহাল,রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর,জশপ্রীত বুমরাহ।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...