গুরু পূর্ণিমার শুভেচ্ছা, উক্তি, ক্যাপশন, Best Guru Purnima wishes, quotes, captions in  Bengali


ভারতীয় সংস্কৃতিতে  গুরু পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। গুরু সর্বোচ্চ স্থানে বিরাজ করেন। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটিতে অর্থাৎ আষাঢ় শুক্ল পূর্ণিমায়  সবাই নিজের আদর্শ গুরুর পূজা করে, তাঁকে স্মরণ করে এবং প্রণাম করে নিজ নিজ গুরুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে থাকে ।কথিত  আছে যে মহর্ষি ব্যাস এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন আর এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। এই  দিনটিকে অনেকে  ব্যাস পূর্ণিমাও বলে থাকেন ।

গুরু পূর্ণিমার শুভেচ্ছা

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা গুরু পূর্ণিমা নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা, উক্তি, ক্যাপশন, ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে। এই পোস্টে থাকা শুভেচ্ছা বার্তা ও উক্তিগুলি খুব সহজেই তারা সংগ্রহ করে নিতে পারবেন। 

গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, Best Guru Purnima wishes in Bangla

  • কোনও ব্যক্তির জীবনে গুরুর অবদান কখনোই উপেক্ষা করা যায় না। গুরুর দেওয়া জ্ঞান, একজন ব্যক্তির জীবনে সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে। গুরুকে সর্বদা সম্মান করুন ও পূজা করুন! গুরু পূর্ণিমার শুভেচ্ছা!!
  • গুরু তার শিষ্যদের এগিয়ে যাওয়ার পথ দেখান, ভাল-মন্দ বিচার করতে শেখান। তাই গুরু পূর্ণিমার এই পূর্ণ তিথিতে  আসুন আমরা সকলে মিলে নিজেদে গুরুর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাই। শুভ গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন।
  • গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।। গুরু পূর্ণিমার পণ্য অতিথিদের সকলকে জানাই শান্তি ও সমৃদ্ধি।
  • প্রত্যেক মানুষের জীবনেই তার  প্রথম গুরু মা-বাবা। তাই গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে মা-বাবাকেই প্রথম শুভেচ্ছা জানাই।
  • হে গুরুদেব, আপনি আমায় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। শুভ গুরু পূর্ণিমা
  • হে গুরুদেব, আপনার জন্যই আমি নিজেকে চিনতে সক্ষম হয়েছি এবং জীবনের প্রতিটি ধাপে আপনিই আমাকে সঠিক মার্গ প্রদর্শন করেছেন। আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই ও আমার বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানাই।
  • স্থাবরং জংগমং ব্যাপ্তং
    যত্কিংচিত্সচরাচরম্
    তত্পদং দর্শিতং যেন
    তস্মৈ শ্রীগুরবে নমঃ
    গুরু পূর্ণিমা উপলক্ষে আমার সকল গুরুকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা।
  • জীবনে গুরুর স্থান সবার ঊর্ধ্বে। গুরুই আমাদের প্রকৃত জ্ঞান দান করেন। ভালো-মন্দ শিখিয়ে দেন তিনি ও সত্যি-মিথ্যের পার্থক্যও বুঝিয়ে আমাদের গুরু ।  গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম
  • এই জগতে পিতামাতা, সুহৃৎ-বন্ধু, বিদ্যাবুদ্ধি, তীর্থসমূহ এবং দেবদেবী কেহই শ্রীগুরুদেবের সমতুল্য হতে পারে না; যেহেতু শ্রীগুরুদেবই একমাত্র সেই পরম ব্রহ্মপদ শীঘ্র লাভ করিয়ে দিতে পারেন। গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
  • গুরু পূর্ণিমা হলো ভারতীয় সংষ্কৃতির এমন একটি  পবিত্র তিথি যা  বৈদিককাল থেকেই  আমাদের দেশে পালিত হয়ে আসছে।  গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে তাই আনার  সকল গুরুদের সন্মান ও শ্রদ্ধা জানাই। শুভ গুরু পূর্ণিমা।
  • অজ্ঞানতিমিরাংধস্য
    জ্ঞানাংজনশলাকযা
    চক্ষুরুন্মীলিতং যেন
    তস্মৈ শ্রীগুরবে নমঃ
    শুভ গুরু পূর্ণিমা!
  • মা-বাবা এবং সকল গুরু যাদের কাছ থেকে আমি প্রকৃত জ্ঞান আহরণ করেছি তাদের সকলকে জানাই আমার আমার ভক্তিপূর্ণ প্রণাম। গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন।
  • শ্রীগুরুমূর্ত্তিই সর্ব্বদা ধ্যান করা কর্ত্তব্য, শ্রীগুরুদেবের শ্রীপাদপদ্মই সর্ব্বদা পূজা করা উচিত, শ্রীগুরুদেবের বাক্যই মন্ত্র-স্বরূপ এবং শ্রীগুরুকৃপাই মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র উপায়। শুভ গুরু পূর্ণিমা!
  • গুরু পূর্ণিমার এই পূণ্য লগ্নে আমার সকল  আরাধ্য গুরুদের জানাই শতকোটি প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা 
  • গুরুদেব আপনার চরণে মাথা রেখে এ কথাই বলি যে আপনি আমার কাছে শুধু একজন গুরুই নন, আপনি আমার জীবনে বিশাল একটি অনুপ্রেরণা। আপনাকে গুরু হিসেবে পেয়ে আমি ধন্য । শুভ গুরু পূর্ণিমা
  • যিনি ব্রহ্মানন্দ-স্বরূপ, পরম সুখদানকারী, নিলির্প্ত, জ্ঞান-মূর্ত্তি-স্বরূপ, যিনি সুখদুঃখাদি দ্বন্দ্বের অতীত, গগনসদৃশ উদার, ‘তত্ত্বমসি’ প্রভৃতি মহাবাক্যের লক্ষ্য-স্বরূপ, যিনি এক, নিত্য, বিমল, অচল, সর্ব্বদা সমস্ত কিছুর সাক্ষীস্বরূপ, ভাবাতীত ও ত্রিগুণাতীত, সেই পরব্রহ্মরূপী শ্রীশ্রীসদ্গুরুকে ঐকান্তিক ভক্তিভরে প্রণাম করি। গুরু পূর্ণিমার পবিত্র তিথি উপলক্ষে সকল গুরুকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তা

গুরু পূর্ণিমা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি গুড ফ্রাইডে নিয়ে বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গুরু পূর্ণিমার শুভ কামনা, Guru Purnima greetings in Bengali

  • গুরুদেবের পরম আশিষে সব বাধা বিপত্তি কেটে যাক, সেই আশাই করি।  হে গুরুদেব আপনার চরণে প্রণাম জানাই। শুভ গুরু পূর্ণিমা।
  • গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরু যিনি আমার পথপ্রদর্শক ও আমার সকল শিক্ষককে জানাই সশ্রদ্ধ প্রণাম। গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন।
  •  শুধু গুরু পূর্ণিমাতেই নয় বছরের প্রতিটা  আমি আমার নিজের গুরু ও শিক্ষককে শ্রদ্ধা-সম্মান জানাতে চাই। আমার জীবনকে জ্ঞানের আলোয় প্রজ্জ্বলিত করার জন্য প্রণাম নেবেন। শুভ গুরু পূর্ণিমা।
  •  গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে  সকল গুরুদের আমার সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক অভিনন্দন জানাই। শুভ গুরু পূর্ণিমা।
  • অখংডমংডলাকারং
    ব্যাপ্তং যেন চরাচরম্
    তত্পদং দর্শিতং যেন
    তস্মৈ শ্রীগুরবে নমঃ
    গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন!
  • আপনার আশীর্বাদ এবং শিক্ষার আলোয় জীবনের সব অন্ধকার চলে গিয়েছে। শুভ গুরু পূর্ণিমা।
  • হে গুরুদেব, তুমিই আমার মাতা, তুমিই আমার পিতা, তুমিই বন্ধু, তুমিই সখা। তুমিই আমার বিদ্যাবুদ্ধি, তুমিই আমার ধনৈশ্বর্য্য সবই; শুধু তাহাই নয়, হে আমার প্রাণদেবতা, তুমিই আমার জীবনের যথাসর্বস্ব। গুরু পূর্ণিমার আন্তরিক অভিনন্দন!
  • জীবনের প্রতিটি পর্ব-ধাপে  হে গুরুদেব, আপনি আমার অনুপ্রেরণা, প্রতিটি ক্ষেত্রে আমায় আপনি  সঠিক পথ দেখিয়েছেন। শুভ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার প্রণাম নেবেন। 
  • অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোয়,  সেই তো তোমার আলো!! আলোর পথের দিশারী আমার গুরুদেব কে গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে জানাই প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা।
  • জীবনের প্রথম শিক্ষক বাবা- মায়ের পর ই যার স্থান তিনি হলেন আমাদের গুরু। গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে তাই বাবা-মা’কেই অসংখ্য প্রণাম। 
  • অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথ খুঁজে দিতে যিনি সাহায্য করেছেন, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, আমার পরম ও একান্ত আরাধ্য গুরুদেব।  তাই শুভ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে জানাই অসংখ্য প্রণাম। 
  •  জীবনের প্রত্যেক কটা দিন আমি আমার গুরুর দেখানো পথে অগ্রসর হয়ে চলেছি। তাই তার প্রতি কৃতজ্ঞতার জানাবার ভাষা আমার কাছে নেই। শুভ গুরু পূর্ণিমায় আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নেবেন।
  • গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে আমার গুরুর পদকমলে জানাই শত কোটি প্রণাম।আপনার অবদান আমার জীবনে অপরিসীম।

গুরু পূর্ণিমা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি গুরু নানক জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গুরু পূর্ণিমার শুভ কামনা

গুরু পূর্ণিমার সেরা ক্যাপশন, Best Bengali Guru Purnima captions 

  • আমার  জীবনকে জ্ঞানের আলোয় প্রজ্জ্বলিত করার জন্য ও সঠিক দিশা দেখাবার জন্য আপনাকে চিরকাল শ্রদ্ধা করব।গুরু পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। 
  • হে গুরুদেব, আপনার আশীর্বাদ এবং শিক্ষার আলোয় আমার দৃষ্টি তৈরি হয়েছে। দূর হয়েছে জীবনের অন্ধকার। শুভ গুরু পূর্ণিমা।
  • ছোট থেকে জীবনের প্রতি ধাপে আপনি আমার অনুপ্রেরণা, আপনার দেখানো পথই আমাকে পূর্ণ রূপে তৈরি করেছে। শুভ গুরু পূর্ণিমা।
  • গুরু, আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান । তাই গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে গুরুকে জানাই আমার শ্রদ্ধাও প্রণাম। 
  • গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকেও আপনার পরিবারের সকলকে। শুভ গুরু পূর্ণিমা! 
  • জীবনের প্রত্যেকটা মুহূর্তে থাকুক গুরু শিষ্যের এই সুন্দর সম্পর্ক। শুভ গুরু পূর্ণিমা! 
  • আমি সবসময় জানি যে আমার কাছে এমন এক অমূল্য ধন আছে, যার কাছ থেকে আমি সব সময় সু পরামর্শ পেয়েছি যখন আমি চিন্তার জালে হারিয়ে গেছি। তিনিই আমার গুরু, আমার শিক্ষক। আপনাকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা।
  • আমার জীবনে অন্ধকার থাকবে না যখন আপনার আশীর্বাদ ও শিক্ষার আলোর রশ্মি থাকবে । শুভ গুরু পূর্ণিমা আমার পরম আরাধ্য গুরুদেব!
  • এই পবিত্র দিনে আপনার গুরুর প্রতি নিবেদিত হোন এবং আপনাকে একজন ভাল মানুষ করার জন্য তাকে ধন্যবাদ দিন। শুভ গুরু পূর্ণিমা!
  • প্রিয় শিক্ষক,  আমার জীবন থেকে অন্ধকার দূর করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমি এত কিছু অর্জন করতে পারতাম না , যদি আপনি আমার এবং আমার ক্ষমতার উপর বিশ্বাস না দেখাতেন। শুভ গুরু পূর্ণিমা!
  • গুরু শক্তির জ্ঞান এবং ভালবাসার স্তম্ভ
    গুরু হল ঈশ্বরের উপহার
    স্বর্গ থেকে প্রেরিত
    শুভ গুরু পূর্ণিমা!!
  • এই পবিত্র দিনে গুরুর প্রতি নিবেদিত থাকুন সর্বদা। শুভ গুরু পূর্ণিমা! 
  • একজন গুরু একটি মোমবাতির মতো – এটি অন্যের জন্য পথ আলোকিত করার জন্য নিজেকে গ্রাস করে। শুভ গুরু পূর্ণিমা!
  • আমার জীবন ছিল একটি ঝাঁঝালো যাত্রা সম 
    কিন্তু আমি সৌভাগ্যবান  আপনাকে আমার পাশে পেয়ে, স্যার।
    ধন্যবাদ একজন শিক্ষক বন্ধু হওয়ার জন্য! শুভ গুরু পূর্ণিমা
  • গুরু-শিষ্য ঐতিহ্যের প্রতীক মহান ঋষি ব্যাসের জন্মের এই শুভ দিনে মহান শিক্ষকদের প্রতি প্রণাম, যিনি এই দিনে সারনাথে তাঁর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, শুভ গুরু পূর্ণিমা!
  • আমার জীবনে অনেক শিক্ষক এসেছেন, কিন্তু আমি বাকিদের কথা ভাবি না, যখন পার্থক্য করার কথা আসে আপনি অবশ্যই সেরা। শুভ গুরু পূর্ণিমারপ্রণাম ও শুভেচ্ছা।
  • আপনি আমাকে সঠিকভাবে বাঁচতে শিখিয়েছেন । আমাকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ গুরু পূর্ণিমা দিবস।
  • হে গুরুদেব, আপনি সেই অনুপ্রেরণা যিনি আমাকে জীবনের প্রতিটি বাধার সাথে লড়াই করতে বাধ্য করেছেন। আপনাকে ছাড়া এটা সম্ভব হতো না। শুভ গুরু পূর্ণিমা!
  • একজন ভালো শিক্ষক
    একজনের জীবনে বড় পরিবর্তন আনতে
    পারেন এবং আমি এটা বলতে পারি কারণ আমি আমার জীবনে
    সেই পার্থক্য অনুভব করেছি । এমন একজন অসাধারণ শিক্ষককে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ।
  • যখনই আমি অনুপ্রেরণা চেয়েছিলাম আপনি গাইড করতেন । আপনার অবদান আমার জীবনে অপরিসীম। এর কোন বিকল্প হয় না। শুভ গুরু পূর্ণিমা।
  • যিনি আপনাকে নিজের সাথে দেখা করিয়েছেন সেই গুরুর প্রতি  কৃতজ্ঞ থাকা আমাদের একান্ত কর্তব্য। শুভ গুরু পূর্ণিমা!

গুরু পূর্ণিমা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শুভ বুদ্ধ জয়ন্তী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গুরু পূর্ণিমার সেরা ক্যাপশন

গুরু পূর্ণিমার সেরা উক্তি, Best sayings about Guru Purnima 

  • একজন মানুষের প্রথমে নিজেকে সে পথে পরিচালিত করা উচিত যেভাবে তার যাওয়া উচিত। তবেই তিনি অন্যদেরকে নির্দেশ দেবেন।
  • স্বপ্নটি শুরু হয় একজন শিক্ষক বা গুরুর সাথে যিনি আপনাকে বিশ্বাস করেন, যিনি আপনাকে টানেন এবং ধাক্কা দেন এবং পরবর্তী মালভূমিতে নিয়ে যান, কখনও কখনও আপনাকে ‘সত্য’ বলে একটি ধারালো লাঠি দিয়ে খোঁচা দেয়”
  • গুরু ও ভগবান দুজনেই আমার সামনে হাজির। কাকে সিজদা করব? আমি সেই গুরুর সামনে প্রণাম করি যিনি আমার সাথে ঈশ্বরের পরিচয় করিয়েছিলেন।
  • গুরুই স্রষ্টা ব্রহ্মা, বেড়ে ওঠা বিষ্ণু, গুরুই বিনাশকারী, শিব। গুরু হলেন সরাসরি পরম আত্মা – আমি এই গুরু – আদি শঙ্করকে আমার প্রণাম জানাই
  • আপনি গুরুর সাথে হাঁটুন, আপনি অস্তিত্বের আলোতে হাঁটুন, অজ্ঞতার অন্ধকার থেকে দূরে থাকুন, আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা পিছনে ফেলে জীবনের শিখর অভিজ্ঞতার দিকে এগিয়ে যান।
  • বিশ্বের কাছে, আপনি কেবল একজন শিক্ষক হতে পারেন কিন্তু আপনার ছাত্রদের কাছে আপনি একজন নায়ক! শুভ গুরু পূর্ণিমা!
  •  শত্রু একজন খুব বড়ো শিক্ষক!!
  • একজন মাস্টার আপনাকে বলতে পারেন তিনি আপনার কাছ থেকে কী আশা করেন। যদিও একজন শিক্ষক আপনার নিজের প্রত্যাশা জাগ্রত করেন 
  • ভাল শিক্ষক দরিদ্র ছাত্রকে ভাল এবং ভাল ছাত্রকে শ্রেষ্ঠ করে তোলে
  • আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সম্ভাবনা উপলব্ধি করতে পারেন। এই গুরু পূর্ণিমায়, আমার কৃপা আপনার উপর। 
  • গুরু একটি আকাঙ্খা, গুরু একটি অনুপ্রেরণা, গুরুই সবকিছু। গুরুর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক। শুভ গুরু পূর্ণিমা!
  • আমাদেরকে কৃতজ্ঞ হতে দিন যারা আমাদের সুখী করে, তারা হল মনোমুগ্ধকর উদ্যানপালক যারা আমাদের আত্মাকে ফুলিয়ে তোলে” 
  • গুরুর চরণ পূজাই সকল উপাসনার পরম
  • পৃথিবীতে কোন মানুষ যেন ভ্রান্তিতে না থাকে। গুরু ছাড়া কেউ পার হতে পারে না
গুরু পূর্ণিমার সেরা উক্তি

পরিশেষে, Conclusion 

 আজকের এই পোস্ট দ্বারা আপনাদের সামনে আমরা গুরু পূর্ণিমা সম্পর্কিত শুভেচ্ছা বার্তা ও বিবিধ উক্তি তুলে ধরলাম। গুরু পূর্ণিমার বিশেষ দিনটিতে এই উক্তি ও শুভেচ্ছা বার্তা গুলি আপনার পরিজনদের সাথে ভাগ করে নিলে আশা করি তারাও আপ্লুত ও আনন্দিত হবেন।

Recent Posts