কর্তব্য সবার আগে, দুই মহিলার বীরত্বে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন দুই যুবক



দিন কয়েক আগে ছিন্দাভোগ গ্রামের নদীতে স্নান করতে গেছিলেন কেওয়ান্ত (৪০) ও পঞ্চবটি (৩৫) নামের দুই মহিলা। ওই এলাকায় বন্যার পরিস্থিতি তৈরী হওয়ায় নদীর জলে ছিল প্রচন্ড বেগ, স্নানে গিয়ে তারা শুনতে পান চিৎকার, দেখেন স্রোতে ডুবে যাচ্ছেন দুই যুবক। তাঁদের বাঁচাতে সামাজিক লজ্জাকে প্রাধান্য না দিয়ে কর্তব্যকে বেছে নিয়ে নিজেদের পরনের শাড়ি খুলে ফেলেন ওই দুই মহিলা এবং সেই শাড়ি দিয়ে উদ্ধার করেন অনীল (২৩) ও রামেশ্বর প্যাটেল (৩৫) নামে দুই যুবককে।

মৃত্যুমুখ থেকে বেঁচে যায় ওই দুই যুবক, যদিও তাদের সাথে থাকা আরেক যুবক মহিলাদের শাড়ির নাগাল না পাওয়ায় জলে তলিয়ে যায়, উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ।

ঘটনাটি জানার পর ওই দুই মহিলার কর্তব্যপরায়নতায় মুগ্ধ সকলে। নিজেদের লজ্জার পরোয়া না করে বুদ্ধি কাজে লাগিয়ে তারা যেভাবে প্রাণ বাঁচানোর মতো মহৎ কাজ করেছেন যে কোনো প্রশংসাই তাদের জন্য কম।
জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই তাদের পুরস্কৃত করার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য কিছুদিন আগে ঠিক একই ভাবে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কোট্টারি বাঁধে দুই যুবক ডুবে যাচ্ছে দেখে তিন মহিলার তৎপরতায় বেঁচে যায় ওই দুই যুবক।

Recent Posts