৫ উইকেটে মুম্বাইকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয়ী চেন্নাই সুপার কিংস



জয়ের মাধ্যমে শুরু হল চেন্নাই সুপার কিংস এর আইপিএল ২০২০ র যাত্রা৷  শনিবার আবু ধাবিতে আইপিএলের ১৩ তম সংস্করণ এর উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে জিতে গেছে ধোনির টিম।

গত বছর আইপিএলের ফাইনাল ছিল এই দুটি টিমের মধ্যে যেখানে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে আর এবছর  মুম্বইকে হারিয়েই চেন্নাই শুরু করল আইপিএল এর যাত্রাপথ।  টানা পাঁচবার মুম্বাইয়ের কাছে হারার পর এবার খেলার শুরুতেই মুম্বইকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ধোনির টিম চেন্নাই।

   
টস জিতে ধোনি সিদ্ধান্ত নেন প্রথমে ফিল্ডিং করার। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ১৬২ রান করে। শুরুতে ভালো খেললেও একের পর এক উইকেট খুইয়ে ১৬৩ রানের টার্গেট দেওয়া হয় চেন্নাইকে।অধিনায়ক রোহিত শর্মা ১২ রানে আউট হন। ওপেনার কুইন্টন ডি’কক ৩৩ রান করেন।  সূর্যকুমার যাদব ১৭ রান এবং সৌরভ তিওয়ারি ৪২ রানে আউট হন।  সৌরভ আউট হওয়ার পর একাধারে উইকেটের পতন হতে থাকে এবং চেন্নাইয়ের সামনে ২০ ওভারে খুব বেশি রানের টার্গেট দিতে ব্যর্থ হয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর হয় ১৬২। চেন্নাইয়ের লুঙ্গি এনগিদি সবথেকে বেশি ৩ উইকেট নিয়েছেন,দীপক চাহর এবং রবীন্দ্র জাডেজা ২টি করে এবং  কুরিয়ান ও পীযূষ চাওলা পেয়েছেন একটি করে উইকেট ।


 চেন্নাই সুপার কিংস এর শুরু ভালো হয়নি, প্রথমেই ৪ রানে ওয়াটসন এবং ১ রানে মুরলি বিজয় আউট হয়ে যান।তারপর ফ্যাফ ডু’প্লেসিস ও আম্বাতি রায়ডুর বিধ্বংসী ব্যাটিং এ খুব সহজেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।ডু’প্লেসিস ৪৪ বলে ৫৮ রান করে  নন-আউট থাকেন। রায়ডু ৪৮ বলে ৭১ রান করেন। 
৪ বল বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে জিতে যায়  চেন্নাই সুপার কিংস। যদিও ধোনির ব্যাটিং দেখার সুযোগ এদিন হয়নি কারণ মাত্র ২ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন তিনি।  
মুম্বইয়ের তরফে একটি করে উইকেট পেয়েছেন পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, রাহুল চাহর এবং পেটিনসন।

Recent Posts