রবিবার ম্যাচে প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের, অপরদিকে ম্যাচ জিতে নাইটরা প্লে অফের আরও কাছে


রবিবার ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।এদিন প্রথমে ব্যাট করতে নেমে  ১৫৩ রান করে পাঞ্জাব। ১ উইকেট হারিয়ে সেই রান তুলে ম্যাচ জিতে নেয় চেন্নাই। 
ফাফ ডুপ্লেসিস এবং রুতুরাজের পার্টনারশিপ ৮২ রান তোলেন। রুতুরাজ ৪৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। তিন নম্বরে ব্যাট করতে নাম রায়ডু, ২৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। 


টসে জিতে চেন্নাই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাবের তরফে কে এল রাহুল ২৭ বলে ২৯ রান, মায়াঙ্ক আগারওয়াল ১৫ বলে ২৬ রান করেন। মায়াঙ্ক আউট হওয়ার পর দ্রুত উইকেট হারাতে থাকে পাঞ্জাব। দীপক হুডা এদিন দুর্দান্ত ৬০ রানের ইনিংস খেলেন মাত্র ৩০ বলে। চেন্নাইয়ের তরফে এদিন ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি, ইমরান তাহির এবং জাদেজা ১ টি করে উইকেট তোলেন।

 
রবিবার ম্যাচ হেরে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। 
রবিবার দ্বিতীয় ম্যাচে কলকাতা রাজস্থানকে ৬০ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা বজায় রেখেছে। ২০ ওভারে কলকাতা ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে যেখানে রাজস্থানের ইনিংস শেষ হয়ে যায় ১৩১ রানে। ১৪ পয়েন্ট নিয়েপ পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে কেকেআর ।

রবিবার বড় রানে জয়ী হওয়ার পরেও প্লে অফে কেকেআর খেলতে পারবে কি সে জন্য অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে ।লিগ তালিকায় ১৮ পয়েন্ট পেয়ে প্রথমে আছে মুম্বই।দ্বিতীয় স্থানে আছে ব্যাঙ্গালোর এবং তৃতীয় স্থানে দিল্লি , চতুর্থ স্থানে কলকাতা উঠে আসলেও রান রেটের উপর ঠিক হবে প্লে অফে কলকাতা খেলতে পারবে না অন্য কোনও দল প্লে অফে পৌঁছে যাবে ।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...