গতবছরই শুটিং শেষ হয়ে গেছিলো বরুন ও সারার কুলি নম্বর ১ এর, ডেভিড ধাওয়ান এর পরিচালনায় এই সিনেমাটির পোস্ট প্রোডাক্শনের কাজ চলছিল। এই বছরের পয়লা মে মুক্তি পাবার কথা ছিল কিন্তু করোনার কারণে তা হয়ে ওঠেনি।
সিনেমা বিশেষজ্ঞ সোহেল খান বুধবার বলেন টুইটারে যে কুলি রিমেকও রিলিজ হতে চলেছে আমাজন প্রাইম এর মাধ্যমে। কোরোনার প্রকোপে বলিউড ধরাশায়ী, একের পর এক বোরো বাজেটের সিনেমা ওটিট রিলিজ হচ্ছে। দিল বেচারা, লক্ষী বোম্ব, ভুজ ইত্যাদি এই বছরের বোরো বোরো ফিল্মগুলিও অনলাইনেই রিলিজ হচ্ছে। আমাজন প্রাইম ধীরে ধীরে ইন্ডিয়ান কনটেন্ট বেস অনেক বড়ো করে ফেলেছে, এখন হটস্টার ও প্রাইম সবচেয়ে বিপুল সংখক ভারতীয় সিনেমা ও সিরিজ রাইটের মালিক।
#CoolieNo1 to release on @PrimeVideoIN !! The streaming giant will announce many bollywood films, regional movies and release dates of many web series including the much awaited #Mirzapur2 very soon.
— SOHAIL KHAN (@ItsSohailKhan) August 19, 2020
সম্প্রতি বড়োবড়ো বিগ বাজেট সিনেমা লোকডাউনের কারণে স্ট্রিমিং প্লাটফর্ম যেমন নেটফ্লিক্স, আমাজন প্রাইম বা হটস্টারে রিলিজ হচ্ছিলো। সেই লিস্টে নতুন সংযোজন হলো কুলি নম্বর ১ এর . ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিটির রাইট সম্প্রতি আমাজন প্রাইম কিনে নিয়েছে এবং তারা অনলাইনে সম্প্রচার করতে চলেছে শীঘ্রই।
কিছুদিন আগেই আমাজন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান অভিনীত গুলাবো সিতাবু ছবিটির রাইট কিনে সেটি ডাইরেক্ট অনলাইনে রিলিজ করেছিল এবং সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো . আশা করা যাই কুলি নম্বর ১ ও ভালো রেসপন্স পাবে দর্শকের কাছ থেকে ।