মরণাপন্ন রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য দু কিমি হেঁটে গেলেন পুলিশ কনস্টেবল


কিছু পুলিসের ব্যবহার দেখে অনেক সময় অনেকেই সব কিছুতে পুলিশের দোষ ধরে থাকেন। সম্প্রতি বিহারের মুঙ্গেরে দুর্গাপুজোর বিসর্জনে বহু মানুষকে নির্বিচারে মেরেছিলেন এক পুলিশ। যা দেখে অনেকেই নিন্দায় সরব হন ওই পুলিশের বিরুদ্ধে। কিন্তু এক, দুজনের খারাপ ব্যবহারের জন্য আমরা বেশির ভাগ মানুষের আত্মত্যাগ, কাজের প্রতি তাদের নিষ্ঠা ভুলে যাই। তবে সম্প্রতি এমন এক পুলিশকর্মীর কর্মকান্ড ভাইরাল হল যা দেখে ওই পুলিশকর্মীর প্রশংসার ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। 

হায়দরাবাদে রাস্তায় প্রচন্ড যানজটের মধ্যে আটকে গেছিল এক অ্যাম্বুল্যান্স,যাতে ছিল মরনাপন্ন এক রোগী। সেই অ্যাম্বুল্যান্স যাতে যত দ্রুত সম্ভব গন্তব্যে এগিয়ে যেতে পারে সেই জন্য  ট্রাফিক কনস্টেবল জি বাবজি ছুটলেন দু কিমি। গোটা দেশ এই ভিডিও দেখে ট্রাফিক পুলিসের এই কনস্টেবলকে কুর্নিশ জানাচ্ছেন।ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কোটি এলাকার ব্যাঙ্ক স্ট্রিটে, যেখানে একটি যানজটের মধ্যে থাকা অ্যাম্বুল্যান্সকে যেতে দেওয়ার জন্য দু কিমি ছুটে দাড়িয়ে থাকা গাড়িগুলোকে সরিয়ে দিলেন ওই কনস্টেবল। 


অ্যাম্বুল্যান্সের সামনে ছুটে ছুটে সামনে থাকা বাইক, গাড়ির চালকদের কাছে অনুরোধ করেন জায়গা করে দেওয়ার জন্য কারণ পেছনে অ্যাম্বুলেন্সে আছেন মরণাপন্ন রোগী, যার হাসপাতালে পৌঁছানো দরকার আগে।  পুলিশ কনস্টেবলের কথায় দ্রুত ভিড় রাস্তা পেরিয়ে অ্যাম্বুল্যান্সটি পৌঁছে যায় হাসপাতালে।
 সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক কনস্টেবল জি বাবজির এই  ভিডিয়ো শেয়ার হওয়ার পর তাদের কাজের প্রশংসা জানিয়ে তাকে কুর্নিশ জানালেন দেশবাসী। হায়দরাবাদ পুলিসের তরফে এই কাজের প্রশংসা জানিয়ে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে এবং হায়দরাবাদ পুলিসের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে জি বাবজির ভিডিয়ো। যাতে অগণিত মানুষ তার প্রতি শ্রদ্ধা এবং তার কাজের প্রতি সম্মান জানিয়েছেন।

Recent Posts