করোনার নতুন জিন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে, এই জিন কতটা ভয়ানক জেনে নিন বিস্তারিত


 করোনার নতুন প্রজাতি হানা কে নিয়ে আতঙ্ক ফের ছড়াচ্ছে বিশ্বজুড়ে। মালয়েশিয়ায় পাওয়া গেছে এই নতুন প্রজাতি। বিজ্ঞানীদের দাবি করোনার সার্স-কভ-২ স্ট্রেনের থেকেও অনেক গুন বেশি সংক্রামক এই প্রজাতি।

করোনাভাইরাসের জিনে স্পাইক প্রোটিনের বদল ঘটেছে, যার নাম  ‘D614G’।

তবে জিনের গঠন বদলে তৈরি হওয়া করোনার নতুন স্ট্রেন সংক্রামক হলেও খুব বেশি মারাত্মক নয় তবে এটি খুব দ্রুত মানুষের শরীরে সংক্রামিত হতে পারে তবে মৃত্যুভয় নেই বলেই দাবি করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর পল তাম্বিয়া।

জীবদ্দশায় ভাইরাসের জিনের গঠন বদলায় বহুবার, এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।
ইউরোপ ও আমেরিকায় ফেব্রুয়ারিতে করোনার জিনের গঠনের এই বদল প্রথমবার দেখা যায়। তখনই বিজ্ঞানীরা মন্তব্য করেছিল বদলাচ্ছে করোনার জিনের গঠন বিন্যাস। তবে সেইসময় তা চিহ্নিত করা সম্ভব হয়নি ।

করোনার স্পাইক প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের একটা বদল হল ‘D614G’ বিজ্ঞানীদের মতে , D হল অ্যাসপারটিক অ্যাসিড। ৬১৪ নম্বর পয়েন্টে এসে D ভেঙে হয়ে G হচ্ছে। সেই কারণেই এর নাম  ‘D614G’।

কিছু সময় পরপর করোনার জিন বদলাতে থাকবে।
তবে নতুন জিন সংক্রামক হলেও মারাত্মক ক্ষতিকারক নয়, এর জন্য মৃত্যুহার বাড়বে না, এই ভাইরাল স্ট্রেনের বিরুদ্ধে লড়তে পারবে ভ্যাকসিন। এর প্রভাব ভ্যাকসিনের কার্যক্ষমতায় বাঁধা দেবে না বলেই জানিয়েছে বিজ্ঞানীরা।
তাই এই জিনের পরিবর্তন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

The D614G mutation is unlikely to have a major impact on the efficacy of vaccines currently in the pipeline, some of which exclusively target the RBD

Prof. Grubaugh.

Recent Posts