করোনায় প্রাণ হারালেন দিলীপ কুমারের বড় ভাই


দু সপ্তাহ যেতে না যেতেই ছোট ভাই এর পর এবার বড় ভাইকেও হারালেন বলিউডের বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার, অভিনেতা বর্তমানে আইসোলেশনে আছেন। অভিনেতার পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি
বৃহস্পতিবার জানান এহসান খানের মৃত্যুর খবর, বয়স হয়েছিল ৯০ বছর।

দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ফয়জল ফারুকি জানান
দিলীপ কুমারের বড় ভাই এহসান খান মারা গিয়েছেন লীলাবতী হাসপাতালে।
১৩ দিন আগে মারা গেছেন ছোট ভাই আসলাম খানও, তাঁদের শান্তি প্রার্থনা করে তিনি টুইট করেন।
গত ২১ অগস্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান আসলাম খান, বয়স হয়েছিল ৮৮ বছর।

করোনায় প্রাণ হারালেন দিলীপ কুমারের বড় ভাই

১৫ অগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান হাসপাতালে ভর্তি হন। জানা যায় দুজনেইন করোনা আক্রান্ত।

জনতা কার্ফুর কয়েক দিন আগে অভিনেতা দিলীপ কুমার টুইট করে জানান, তিনি সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আছেন, তারপর আরেকটি টুইটে তিনি, তিনি জনতার উদ্দেশ্যে বলেন সকলকে সুরক্ষিত এবং বাড়িতে থাকার কথা,এবং স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে চলার কথা। বর্তমানে অভিনেতার বয়স ৯৭ বছর।

Viral Telegram Channel 🔥

Recent Posts