ঘরে বসেই কলকাতার সেরা পুজো লাইভ দেখতে পারবেন জিও গ্রাহকরা, জেনে নিন বিস্তারিত



এবছর ইচ্ছা থাকলেও  অনেকেই হয়তো একদিনও প্যান্ডেল হপিং করেননি, মন খারাপ না করে জিও গ্রাহক হলে দেখে নিন লাইভ পুজো৷  করোনা আবহে এবছর বাংলা এবং বাঙালি পুজোর আনন্দে মেতে উঠলেও প্রতিবারের মতো উচ্ছ্বাস এবছর নেই, কারণ সাথে আছে করোনার ভয়, তাই দূরত্ববিধি বজায় রেখে হাইকোর্টের নির্দেশ মেনে দূর থেকেই অনেকে প্রতিমা দর্শন করছেন,আবার অনেকেই টিভিতেই দেখছেন পুজো।


এবছর পরিস্থিতির কথা মাথায় রেখেই রিলায়েন্স জিও দারুন অফার এনেছে গ্রাহকদের জন্য। যেখানে ৫০ টি পুজো লাইভ দেখতে পারবেন জিও গ্রাহকরা।পুজোর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ, বাংলা হোক কিংবা বিদেশে, সর্বত্রই দুর্গাপূজায় আনন্দে মেতে ওঠে বাঙালিরা, তবে এ বছর সবটাই অনেকটা আলাদা, এবছর মন্ডপের সাজসজ্জা থেকে পুজো সবকিছুই অনেক কম বাজেটে হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে অনেকেই বাইরে বেরিয়ে ঠাকুর দেখার পরিকল্পনা বাতিল করেছেন এ বছর।

তবে ষষ্ঠী থেকেই জিও অ্যাপে কলকাতার সেরা পুজো গুলি দেখানো হচ্ছে লাইভ। যার মাধ্যমে জিও অ্যাপ ব্যবহারকারীরা ঘরে বসেই প্রতিমা থেকে আলোকসজ্জা ,মণ্ডপসজ্জা সবকিছু খুঁটিয়ে দেখতে পারবেন। 
লাইভ পুজো দেখতে চাইলেপ্রথমে ডাউনলোড করতে হবে জিও নিউজ অ্যাপ,  তারপর স্ক্রিনে দেখা যাবে ভিডিও অপশন, সেখানে ক্লিক করার পর puja 2020 অপশনে ক্লিক করলেই কলকাতার সেরা পুজো দেখতে পারবেন জিও গ্রাহকরা। জিও নিউজ ছাড়াও জিও টিভি তেও পুজোর চার দিন কলকাতার সেরা ৫০ টি পুজো দেখতে পারবেন জিও গ্রাহকেরা।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...