অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন বিখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী



রবিরার সকালে নিজের বাড়িতে মর্মান্তিক মৃত্যু হল বিখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। কেষ্টপুরের সমর দে সরণিতে তিনতলা বাড়িতে থাকতেন তিনি। রবিবার সকাল ৭ টা নাগাদ বাড়ির দোতলা থেকে আচমকা ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা, দ্রুত তারা ওই বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয় কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় এবং ভেতর থেকে দরজা না খোলায় স্থানীয় বাসিন্দারা খবর দেয় কেষ্টপুর থানায় এবং দমকলবাহিনীকে৷ 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ এরপর দমকলকর্মীরা দরজার তালা ভেঙে ঘরে গেলে বিখ্যাত জ্যোতিষীকে অচৈতন্য অবস্থায় দেখেন। তৎক্ষনাত জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করে  বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আগুন ছেয়ে যাওয়ায় ঘরে ধোঁয়া এবং তাপে দমবন্ধ হয়ে শ্বাসকষ্টের ফলে মৃত্যু হয়েছে তাঁর, জানিয়েছেন চিকিৎসকরা।

অগ্নিকাণ্ডের সময় বাড়িতে একাই ছিলেন জয়ন্ত শাস্ত্রী, তার স্ত্রী বর্তমানে কৃষ্ণনগরে নিজের বাপের বাড়িতে আছেন।দমকলের ২ টি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন, হঠাৎ করে কিভাবে আগুন লাগলো তা এখনও বোঝা যাচ্ছে না। প্রাথমিক ভাবে শট সার্কিট থেকে আগুন লেগেছে মনে করা হলেও সত্যি কি শট সার্কিট না অন্য কোনো কারণ আছে বাড়িতে আগুন লাগার পেছনে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিখ্যাত জ্যোতিষীর মৃত্যুতে শোকের ছায়া এলাকাজুড়ে।

Recent Posts