ইলিশের উৎপাদন বাড়াতে আড়াইশ কোটি টাকার প্রকল্প নিতে চলেছে সরকার



সারা বছর যাতে ইলিশ পাওয়া যায় সেই লক্ষ্যে সরকার নিচ্ছে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প।
আগের তুলনায় ইলিশের উৎপাদন অনেকটাই বেড়েছে, তবে সেই উৎপাদন আরও বাড়াতে চায় সরকার, যাতে সব মানুষ কিনতে পারে ইলিশ।

৫ লাখ ১৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছিল ২০১৭-২০১৮ অর্থবছরে৷ সরকার চায় সেই উৎপাদনের পরিমান বেড়ে ৬ লাখ মেট্রিক টন হোক, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ বাস্তবায়ন হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবে ৩০ হাজার জেলে পরিবার।

Hilsa Fish

‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’ ২০২৪ সালের জুন পর্যন্ত চলা এই প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ২৪৬ কোটি ২৮ লাখ টাকা।

ইলিশের ছয়টি অভয়াশ্রম সংরক্ষণ এবং ইলিশের চিহ্নিত করা চারটি প্রজননক্ষেত্র পাহারা দেওয়া হবে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হোক বা কর্মসংস্থান তৈরীতে ইলিশের গুরুত্ব প্রচুর, জিডিপির ১ ভাগ অবদান থাকে ইলিশের। বাংলাদেশ থেকে আহরিত হয় বিশ্বজুড়ে মোট উৎপাদিত ইলিশের ৬০ শতাংশ।

এই প্রকল্পের আওতায় ইলিশের ৬টি অভয়াশ্রম পরিচালনা ছাড়াও জেলেদের সচেতনতা বৃদ্ধি করতে একাধিক কর্মশালা ও সভার আয়োজন করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে
১৮ হাজার জেলেকে। মোবাইল কোর্ট পরিচালনা করা হব ১৩ হাজার ৪০০টি।

ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল
ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল

Recent Posts