গ্রেটার নয়ডার দানকউর শহরে আইরন ম্যান আকৃতির বেলুনকে এলিয়েন ভেবে ছড়ায় আতঙ্ক !


আকাশে মানুষের মতো কিছু উড়তে দেখলে কে না হতবাক হবে, অনেকেই ভাবতে শুরু করবে হয়তো বা এলিয়েন, অথবা ভিন গ্রহের প্রাণী।যা হঠাৎ দেখা যাচ্ছে আবার হঠাৎ গায়েবও হয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দানকউর শহরে। শনিবার এমন দৃশ্য দেখে স্থানীয় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা পুলিশে অভিযোগ দায়ের করে, পুলিশ এসে তদন্তে নেমে যা জানায় তাতে আতঙ্কের কিছুই নেই বরং সত্যি জানার পর তা হাসির ঘটনা হয়ে যায়। 


শনিবার  দানকউর শহরের আকাশে মানুষের মতো একটা কিছু উড়তে দেখা যায়। যা দেখে সবাই ভাবে এলিয়েন। সকাল থেকেই আকাশে দেখা যাচ্ছিল যা বেশ কিছুক্ষণ পর গায়েব হয়ে যায়, তারপর  পাশের ভাট্টা পারসুয়াল গ্রামে  খালের ধারে নেমে আসলে সেখানে পুলিশ গিয়ে দেখে সেটি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নয় সেটি একটি বেলুন যা দেখতে অনেকটা  অ্যাভেঞ্জার্সের আইরন ম্যানের মতো। কেউ সেই বেলুন ফুলিয়ে আকাশে ছেড়ে দিয়েছিল। দানকউরের পুলিশ আধিকারিক জানায় আইরন ম্যানের মতো দেখতে ওই বেলুন আকাশে উড়ন্ত অবস্থায় দেখে অনেকেই ভয় পেয়ে গেছিল।  


কাল্পনিক সুপার হিরো আইরন ম্যানের মতোই পুরো দেখতে বেলুনটি, যা আকাশে দেখে অনেকেই এলিয়েন বা অন্যকিছু ভেবে ভয় পেয়ে যাবে, মানুষের মতোই দেখতে হলেও তা মানুষ নয়, একথা বুঝেছিলেন সেখানকার বাসিন্দারা, কিন্তু মানুষ না হলে সেটা কি এই নিয়ে ছিল হাজার প্রশ্ন, চিন্তা, আতঙ্ক।কাজটি যে স্থানীয় কোনো মানুষের এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা। তবে কে ওই  বেলুনটি আকাশে ছেড়েছে তার কোনও সন্ধান এখনও পাওয়া যায় নি৷

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...