শিশুদের উদ্দেশ্যে উৎযাপিত বিশেষ দিন হল চিলড্রেনস ডে বা শিশু দিবস। তবে শুধু শিশুদের জন্য নয় বরং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনও সেই একই দিনটিতে । পন্ডিত নেহেরুর ইচ্ছেনুযায়ী তাঁর জন্মদিনটি দেশজুড়ে শিশু দিবস বিসেবে পালন করা হয়।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা হ্যাপি চিলড্রেনস ডে বা শিশু দিবসের শুভেচ্ছা বার্তা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের শুভেচ্ছা বার্তা, Greetings on Children’s Day
- সুন্দর আকাশ, সূর্যের আলো। আজকের দিনটা শুধুই ভাল। মজা করে কাটাও তোমরা সবাই তোমাদের এই বিশেষ দিন। হ্যাপি চিলড্রেনস ডে।
- আজকে পড়াশোনার ছুটি। খেলা, গান, টিফিন, হাসি, মজা। সব রকম আনন্দের অনুমতি আজ তোমাদের জন্য। সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা
- জানো তো! ঈশ্বর তোমাদের খুব ভালবাসেন, কারণ উনি নিজে তোমাদের প্রত্যেককে নিখুঁত করে তৈরি করেছেন। তাই আজকে এই শিশু দিবসের বিশেষ দিনে সকল কচিকাঁচাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
- না, আজ তোদের একটুও বকব না। অন্যদিনও বকতে চাই না, কিন্তু তোদের দুষ্টুমি সহ্য করতে পারি না বলে বকি। তবে আজ সব দুষ্টুমি সহ্য করে নেব, সবাই মিলে খুব মজা করো। সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা।
- শিশুরা ঈশ্বরের দূত। তাই সব শিশুকেই ভালবাসা উচিত। হ্যাপি চিলড্রেনস ডে।
- শিশু ছাড়া জীবন যেন সূর্য ছাড়া পৃথিবীর মতো। তাই ভবিষ্যতের কথা ভেবেই শিশুদের যত্ন নিতে হবে। সকল শিশুকে জানাই শিশু দিবসের শুভেচ্ছা।
- নিজের ভেতরের শিশুকে বাঁচিয়ে রাখলে আপনার কখনও বয়স বাড়বে না। হ্যাপি চিলড্রেনস ডে।
- শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী তৈরি করে যাওয়ার অঙ্গীকার করা উচিত শিশুদিবসেই। সকল কচিকাঁচাদের জানাই শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা।
- শিশুই হতে পারে আপনার জীবন বোধের সবচেয়ে বড় শিক্ষক। সেটা শেখার চেষ্টা করি সকলে। হ্যাপি চিলড্রেনস ডে।
- চরম দুঃখের মধ্যেও একমাত্র শিশুরাই মুখে হাসি ফোটাতে পারে। তাই শিশুদের কখনও অবহেলা করা উচিত নয়। হ্যাপি চিলড্রেনস ডে।
- ছোটবেলাটা সবচেয়ে আনন্দের সময়। কোনও চিন্তা নেই। কোনও দায়িত্ব নেই। তাই যতদিন ছোট আছো, মজা করো। শিশু দিবসের শুভেচ্ছা রইলো।
- পৃথিবীতে সবচেয়ে সুন্দর কী জানো? নিজের সন্তানের মুখের হাসি। সেটা পেলেই মাতা পিতা খুশি হয়। সকল শিশুকে জানাই হ্যাপি চিলড্রেনস ডে, তোমাদের মুখে যেন হাসি সর্বদা লেগে থাকে।
হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবস সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অটিস্টিক শিশু সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের সেরা ক্যাপশন, Best captions on Happy Children’s Day
- শিশু যেভাবে চায়, সেভাবে বড় হয়ে উঠতে দাও। তাদের সব আশা যেন পূর্ণ হয়। হ্যাপি চিলড্রেনস ডে।
- তোমাদের থেকে আমি শিখেছি, কীভাবে সব সময় আনন্দে থাকা যায়, আর কীভাবে সব সময় ব্যস্ত থাকা সম্ভব। ধন্যবাদ তোমাদের। খুব ভাল থেকো তোমরা। তোমাদেরকে শিশু দিবসের শুভেচ্ছা জানাই।
- আমাদের ভবিষ্যত হলে তোমরা। সব সময় আনন্দে থেকো, কোথাও থেমে যেও না, মাথা উঁচু করে এগিয়ে যাও। হ্যাপি চিলড্রেনস ডে।
- ভবিষ্যত যাতে ভাল হয়, সেজন্যই তোমাদের ভাল মানুষ হতে শেখাচ্ছি আমরা। ভাল মানুষ হওয়ার চেষ্টা করো সব সময়। শিশু দিবসের শুভেচ্ছা রইলো তোমাদের জন্য।
- প্রত্যেক শিশুই স্পেশ্যাল। ঠিক তোমাদের সকলের মতো। তাই আমার ছাত্র-ছাত্রীরা তো বটেই। পৃথিবীর সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেনস ডে।
- আমি যখন ছোট ছিলাম, তখন তাড়াতাড়ি বড় হতে চাইতাম। আর এখন মনে হয়, যদি সত্যিই আবার তোমাদের মতো ছোট হতে পারি। তাই যতদিন ছোট আছ তোমরা, মজা করে নাও প্রাণভরে। সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেনস ডে।
- পৃথিবীর ভয়ঙ্কর দিকটার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য নয়। আমাদের কর্তব্য শিশুরা যাতে ভবিষ্যত পৃথিবীটা এখনকার তুলনায় ভাল করে তৈরি করতে পারে, তার শিক্ষা দেওয়া। জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা।
- প্রত্যেক শিশুকে নির্দিষ্ট কোনও ভাবনা থেকেই ঈশ্বর পৃথিবীতে পাঠান। তাদের মধ্যেই থাকে অনেক সম্ভাবনা। শিশু দিবসের শুভেচ্ছা জানাই সকল শিশুদের।
- শিশুর উজ্জ্বল হাসির মতো সুন্দর কোনও ছবি হতে পারে না। শিশুর হাসির মতো সুন্দর মিউজিক আর কিছু হয় না। শিশু দিবসের শুভেচ্ছা জানাই সকল শিশুদের।
- শিশুদের জড়িয়ে ধরার মতো আনন্দ আর কিছুতেই নেই। শিশু দিবসের শুভেচ্ছা রইলো।
- হাসিটা কখনও বন্ধ করে দিও না, কারণ বড় হলেও এই হাসির মাধ্যমেই তোমার অন্তরের শিশুকে বাঁচিয়ে রাখতে পারবে। সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেনস ডে।
- শিশুদিবসটা তোমাদের। তাই বছরের অন্যান্য দিনের থেকে আজ একটু বেশি মজা করে নাও। সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেনস ডে।
- ঈশ্বর সবচেয়ে যত্ন করে শিশুদের তৈরি করেন। তাই শিশুদের অবহেলা করার অর্থ ঈশ্বরকে অবহেলা করা। শিশু দিবসের শুভেচ্ছা রইলো।
- ছোটবেলাটাই তো মানুষের জীবনে সবচেয়ে আনন্দের। তাই তোমাদের আনন্দে বাধা না দিয়ে বরং শিশু দিবসের শুভেচ্ছা জানাতে চাই। খুব মজা করো, জীবনের এই সময়টা ভালোভাবে উপভোগ করো।
- পৃথিবীর সব শিশুকে একটা সুন্দর ভবিষ্যতের শুভেচ্ছা। হ্যাপি চিলড্রেনস ডে।
- শিশুরা হল মাটির তাল। যেভাবে গড়তে চাইবেন, সেভাবে গড়ে নিতে পারবেন। শিশু দিবসের শুভেচ্ছা রইলো সকল শিশুর জন্য।
- পৃথিবীর সব বাধা যেন খুব সহজেই পেরিয়ে আসো তোমরা। আজকের দিনে এই শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি চিলড্রেনস ডে।
- ছোটবেলাটা আর ফিরে পাবে না কখনও। তাই একটা মুহূর্তও হাতছাড়া হতে দিও না। হ্যাপি চিলড্রেনস ডে।
- আমার চেনা, অচেনা সব শিশুকেই শুভেচ্ছা। হ্যাপি চিলড্রেনস ডে।
- লজেন্স, চকোলেট, চিপস আজ কোনও কিছুতেই না নেই, কারণ আজ শিশুদিবস।
- শিশুর মতো যদি সুন্দর হওয়ার চেষ্টা করি আমরা তবে দেখবেন পৃথিবীটা অনেক ভাল হবে। আজ শিশু দিবস তাই সকলকে জানাই হ্যাপি চিলড্রেনস ডে।
- যে সারল্য হারিয়ে গিয়েছে, আজ শিশু দিবসে আবার তা ফিরিয়ে আনার অঙ্গীকার করি আমরা। হ্যাপি চিলড্রেনস ডে।
হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবস সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Happy Teachers Day/শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের সেরা উক্তি, Best sayings and Happy Children’s Day
- শিশুকে সুশিক্ষা প্রদান পিতা মাতার দায়িত্ব, শিশুকে নিরাপত্তা দেওয়া জাতির কর্তব্য, ছোটদের সাথে খারাপ আচরণ কখনো কাম্য নয়, কচি-কাচারা যেন আমাদের চোখের মনি হয়। – হ্যাপি চিলড্রেনস ডে।
- আজকের এই আনন্দের দিনে তোদের আর কোন বাধা দেবো না, সবাই মজা করে কাটাও। সকলের জন্য শিশু দিবসের শুভেচ্ছা রইলো।
- তোর আনন্দতেই আমাদের আনন্দ, তোর দুঃখতেই আমাদের দুঃখ। হ্যাপি চিলড্রেনস ডে।
- ওরে খোকা তোর মুখের হাসি কেড়েছে আমার মন, তোর কি লাগবে শুধু বল আমায় এখন। শুভ শিশু দিবসের শুভেচ্ছা।
- ” শিশুরা বাগানের কুঁড়ির মতো। খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়। ওরা দেশের ভবিষ্যৎ, আগামিকালের নাগরিক। একমাত্র সঠিক শিক্ষাই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে।” পন্ডিত নেহরুর এই কথাগুলো যেনো আমরা সকলে মনে রেখে কাজ করতে পারি, সেটাই কামনা। হ্যাপি চিলড্রেনস ডে।
- শিশু মানে মনে পড়ে
নানা কিসিম ফুল
শিশু মানেই অজান্তেতে
করে নানা ভুল।
শিশুর নামেই হচ্ছে পালন
মধুর মহান দিন
সব শিশুদের বাজছে মনে
মন মাতানো বীণ।
হ্যাপি চিলড্রেনস ডে। - ফুল বাগানে ফুল যে ছাড়া
দেখায় যেমন শূন্য—-
শিশুবিহীন ঘরটা তাই তো
হয় না পরিপূর্ণ।
শিশু দিবস হোক না পালন
শৈশব রঙিন করে—
পথশিশু শব্দটি মুছে
থাকুক আপন—ঘরে।
সুন্দর সমাজ গড়তে হলে
দিতে হবে শিক্ষা—
আজকের শিশু আগামীতে
দেশকে দিবে—দীক্ষা।
শিক্ষার আলোয় প্রতিটি শিশু
হবে জাতির দিশা—
তাঁদের ছোঁয়ায় কাটবে সকল
কালো অমানিশা।।
হ্যাপি চিলড্রেনস ডে।
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
- দুর্গা নবমী / মহানবমীর শুভেচ্ছা বার্তা, উক্তি, ছবি, Maha Navami good wishes in Bangla
- মহাষ্টমী শুভেচ্ছা বার্তা, ছবি, ক্যাপশন, Maha Ashtami Wishes in Bengali
- কাশফুল নিয়ে লেখা উক্তি ও ক্যাপশন | Quotes & captions on Kashful in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা হ্যাপি চিলড্রেনস ডে বা শিশু দিবসের শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।