বাঙালি মানেই বারো-মাসে তের পার্বণের আর এই বিবিধ সব পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হল পৌষ-সংক্রান্তি যা পৌষ-পার্বণ নামেও বহুল প্রচলিত। পৌষ পার্বণ হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি জনপ্রিয় হিন্দু লোকউৎসব। বাংলা পৌষমাসের শেষ দিন বা সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়।এই উৎসব মকরসংক্রান্তি নামে ও অতি সুপরিচিত । মকরসংক্রান্তি শব্দটি দ্বারা নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে ইঙ্গিত করে।
সুপ্রাচীন লোকাচারের মাধ্যমে বাংলার গৃহবধূরা পৌষ মাসকে এভাবে আপন করে ধরে রাখার প্রয়াস করে থাকে । রাঢ়বঙ্গের একটা বিরাট অংশ জুড়ে চলা এই পার্বণ প্রত্যেক বাঙালির জীবনে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে । নিম্নে উল্লেখ করা হলো পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ সম্পর্কিত কিছু জনপ্রিয় লাইন, কবিতা এবং শুভেচ্ছা বার্তা।
পৌষ পার্বণে শুভেচ্ছা বার্তা, Greetings on Poush Parbon
- মকর সংক্রান্তির এই বিশেষ এবং পবিত্র দিনটিতেসুখে থাকুক সবাই,এসো সবাই মনের দরজা প্রসারিত করি ,আনন্দে, ভালোবাসায় ও খুশিতে আজকেরদিনটি কাটাই…শুভ পৌষ পার্বণ !
লক্ষ্মীদেবীর আশীর্বাদেপৃথিবী থেকে দূর হোকসব দুঃখ-কষ্ট; রাগ বিদ্বেষ ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,পৌষ সংক্রান্তির এই পূণ্য-পাবনেসবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। - ‘”পৌষপার্বণে পিঠে পুলি মহা ধুমধাম; ঘরে ঘরে পিঠে করে ধন্য হয় পল্লিগ্রাম। গুড় আর তিল সহকারে,গড়ে পিঠে কেউ,পল্লী গ্রামে বয়ে যায়,আনন্দ আর খুশির ঢেউ।”~মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জানাই !
পৌষ পার্বণের এই পবিত্র দিনে,মা লক্ষ্মীর আশীষ পড়ুক তোমার ওপর সর্বদা ,সবার জীবন সুখ-শান্তিও আনন্দে পরিপূর্ণ থাকুক।শুভ পৌষ সংক্রান্তি র আন্তরিক শুভকামনা রইল ! - বেদনা গুলি ভুলে গিয়েপৌষ পার্বণের খুশিতে মেতে উঠুক সবার মনপ্রত্যেকটি ঘরে ঘরে উপচে পড়ুক সমৃদ্ধি ও ধন! সকলকে পৌষ সংক্রান্তিরশুভেচ্ছা ও অভিনন্দন।
- পৌষ পার্বণ বয়ে আনুক আনন্দ আর সুখ,মুছে যাক সব গ্লানি , বিষণ্ণতা আর দুখ।শুভ পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা !
আসন্ন পৌষ পার্বণ আপনার সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্থতা বয়ে নিয়ে আসুক,এই কামনা নিয়েই আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই। - পৌষ পার্বণের এই বিশেষ দিনটিতে সকলে মিলে পরিবারের সঙ্গে সময় কাটান, অনাবিল আনন্দে ভরে উঠুক প্রতিটা মুহূর্ত ;আর জমিয়ে পিঠে-পায়েস খান এবং অন্যকে খাওয়ান !শুভ পৌষ পার্বণ !!
- পৌষ পার্বণের এই পুণ্য তিথিতে আপনি এবংআপনার পরিবারে অাসুক কাঙ্ক্ষিত সমৃদ্ধি এবং আপনার সকল স্বপ্ন সত্যিতে পরিণত হোক !!শুভ পৌষ পার্বণ!”
- আঘ্রাণে আমােদিতপুলকিত প্রাণপৌষের ডাকে তাকেভাসিয়ে দিলাম…”পৌষ পার্বণের এ পূণ্য লগ্নে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং একরাশ শুভেচ্ছা !
- পিঠে পায়েসের পরব এলােপ্রতিটি বাড়িতে উঠল সাজো সাজো রব ; শীতের আমেজে রসনা তৃপ্তি হোক জমিয়ে !! পৌষ পার্বণের হার্দিক শুভেচ্ছা !
- “পিঠে পুলি-শস্য দুলে,শীতের মাতাল বাতাসে,জানায় শুভেচ্ছা সংক্রান্তিরভোরের আকাশে।”পিঠের আদরে, নলেনগুড়ের সুমিষ্ট স্বাদেমাতব সবাই পিঠে পুলির অমোঘ টানে !! ”~ শুভ হোক পৌষসংক্রান্তি !!
আশা করি মকর সংক্রান্তিরনতুন সূর্য,আপনার ও আপনার পরিবারের সকলের জীবনে প্রচুর আনন্দএবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলবে।শুভ মকর সংক্রান্তি !!
পৌষ পার্বণের মতোই খুশিতে ভরে উঠুক আপনার প্রতিটি দিন।সুন্দর হোক আগামী জীবনের প্রতিটি মুহূর্ত ;পূর্ণ হোক অন্তরের সব চাওয়া পাওয়া।শুভ পৌষ পার্বণ!!! - “হরেক ঘরেতে দেখো পিঠের রকমটা কোথাও পুলির চল ; কোথাও বা পাটিসাপটা পিঠে তো আছেই, সাথে রয় প্রায়েশান্ন , খায় তা গরিব আর চাখে মহামান্য !গুড় পিঠে, ভাপা পিঠে ,কতই না প্রকারের ,গোকুল, গোলাপ পিঠে কাঁঠালেরই পিঠা রে !!”~~~ শুভ পৌষ পার্বণ !!
“পেটের খেয়াল রেখো ;রেখো নাকো ভ্রান্তি পিঠেময় কেটে যাক মকর সংক্রান্তি ॥”পৌষ পার্বণ কাটুক স্বাদে গন্ধে এবং আনন্দে !
“আসিয়াছে পৌষ আজ আসিতেছে সংক্রান্তিসবমিলে করিব উৎসব দূর হবে সকল ভ্রান্তি কৃষকের গোলা আজ পরিপূর্ণ ধানে ওদের মনে যে অাজ পরম শান্তি । পিঠাপুলি খাবে আজ দূর হবে সকল ক্লান্তি “~~ মকর সংক্রান্তির পূণ্য লগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন ! - গুড় পিঠে ,নারকেল পিঠে আরো কত প্রকার,সকলে মিলে গড়ে পিঠে কতই বা তার বাহার ।কেউ আবার পিঠে গড়ে ,গুড় আর তিল দিয়ে ,খুশীর ঢেউ বয়ে যায় বাঙালির পাড়াগাঁয়ে !সারা পিঠে , ভাপা পিঠে আর পাটিসাপটা ,নলেন গুড়ের গন্ধে আজ ভাসে চারিদিকটা।পিঠে~ময় হোক পৌষ পার্বণ! আন্তরিক শুভেচ্ছা পাঠালাম ।
পৌষ পার্বণ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শরৎকাল রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পৌষ পার্বণ এবং পিঠে পুলি নিয়ে লেখা সুন্দর কিছু লাইন, Poush parbon and pithe puli best quotes
- পৌষ পার্বণ মানেই শীতের সকাল, পিঠে-পুলির ঘ্রাণ, আর মায়ের মমতার ছোঁয়া। প্রকৃতি যখন সাদা কুয়াশার চাদর মেলে দেয়, তখন গ্রামীণ বাংলায় পৌষ পার্বণের উৎসব জীবনকে আনন্দে ভরিয়ে তোলে।”
- পৌষ পার্বণ আমাদের ঐতিহ্যের প্রতীক। পিঠে-পুলির প্রতিটি টুকরোয় মিশে থাকে বাঙালির গ্রামীণ সংস্কৃতির মিষ্টি স্বাদ। এ উৎসব কেবল পেটের নয়, হৃদয়েরও।”
- পৌষ পার্বণ শুধুমাত্র পিঠে-পুলি নয়, এটি গ্রামবাংলার শীতের উষ্ণতার গল্প, পরিবার-পরিজনের একত্রতার স্মারক, আর প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধনের উদযাপন।”
- যেখানে শীতের কুয়াশা ঘেরা ভোরে ধান শুকানোর ব্যস্ততা, আর নারীদের হাতে পিঠে তৈরির ধুম, সেখানেই পৌষ পার্বণের আসল রূপ। এটি বাঙালির প্রাণের উৎসব।”
- পৌষ পার্বণ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার উৎসব। নতুন ধান আর খেজুর রসের মিষ্টতায় ভরপুর এই সময়টি আমাদের গ্রামীণ জীবনের সোনালি দিকটি তুলে ধরে।”
- পৌষ পার্বণ আমাদের শেখায় একতার মর্ম। গৃহস্থালী থেকে শুরু করে মাঠের কাজে, এই সময়টায় সবাই একসঙ্গে ভাগ করে নেয় আনন্দ আর পরিশ্রম।”
- পৌষ পার্বণ বাঙালির শেকড়ের কথা মনে করিয়ে দেয়। নতুন চাল, খেজুরের গুঁড় আর গ্রামীণ ঐতিহ্যের মিশেলে তৈরি পিঠে যেন আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে।”
- পৌষ পার্বণ মানে প্রকৃতি আর মানুষের বন্ধন। শীতের সকাল, ধান আর রসের ঘ্রাণ, আর পরিবারের হাসিমুখ—এটি এক অনন্য সময়, যা হৃদয়ে উষ্ণতা এনে দেয়।”
- পিঠে-পুলি আর খেজুর গুঁড়ের স্বাদে পৌষ পার্বণের আনন্দ খুঁজে পাওয়া যায়। এ উৎসব আমাদের শিখায়, ছোট ছোট সুখের মুহূর্তই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য।”
- পৌষ পার্বণ বাংলার কৃষিজীবী মানুষের পরিশ্রমের ফসল। শীতের এই উৎসব ধানের সৌরভ আর খেজুর রসের মিষ্টি দিয়ে আমাদের ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।”
- পৌষ পার্বণ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির শিকড়ে ফিরে যাওয়ার ডাক। মাটির গন্ধ, খেজুর রসের মিষ্টি আর ধানের সোনালি ঝিলিক যেন জীবনকে নতুন রঙে রাঙিয়ে তোলে।
- পৌষ পার্বণের মজা শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের মধ্য দিয়ে। সেই রসের পিঠে-পুলি যেন প্রতিটি বাঙালির হৃদয়ে আনন্দের ঢেউ তোলে।
- শীতের কুয়াশামাখা সকালে, পিঠে-পুলির গন্ধে ভরা উঠোন আর পরিবারের হাসিমুখের মাঝেই লুকিয়ে থাকে পৌষ পার্বণের আসল সৌন্দর্য।
- পৌষ পার্বণ আমাদের মাটি, ফসল আর পরিবারের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। এটি কেবল আমাদের ঐতিহ্যের উদযাপন নয়, জীবনের সহজ সুন্দর রূপকে উপভোগ করার সময়।
- পৌষ পার্বণের পিঠে শুধু খাবার নয়, এটি গ্রামবাংলার শিল্প, সংস্কৃতি আর মমতার এক অমূল্য নিদর্শন।
পৌষ পার্বণ নিয়ে লেখা নতুন সেরা ক্যাপশন, Best new captions about Poush Parbon
- পৌষ পার্বণ বাঙালির আত্মার উৎসব। এই দিনগুলো যেন ধান কাটার গল্প, খেজুর রসের উষ্ণতা, আর পরিবারের একতার এক সুন্দর কাব্য।
- পিঠে-পুলি বানানোর সময় যে একতার দৃশ্য দেখা যায়, তা শুধু বাঙালির ঐতিহ্যই নয়, হৃদয়ের বন্ধনকেও শক্তিশালী করে তোলে।
- পৌষ পার্বণ মানেই শীতের সঙ্গে যুদ্ধ করে প্রকৃতির প্রতি ভালোবাসার উদযাপন। এটি জীবনকে সরল, মিষ্টি আর আনন্দময় করে তোলে।
- পৌষ পার্বণের মিষ্টি পিঠে আমাদের শেখায়, ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলোই জীবনের আসল সুখ।
- শীতের স্নিগ্ধ সকাল আর খেজুর রসের মিষ্টতায় ভরা পৌষ পার্বণ যেন বাঙালির জীবনের এক অমূল্য সম্পদ। এটি আমাদের ঐতিহ্য আর ভালবাসার এক অনন্য উদাহরণ।
- পৌষ পার্বণ কেবল উৎসব নয়, এটি ধানের সৌরভ, খেজুর গুঁড়ের মিষ্টি, আর পরিবারের একসঙ্গে কাটানো মুহূর্তের সম্মিলন।
- পৌষ পার্বণের আনন্দে মিশে থাকে শীতের সকালের কুয়াশা, গরম পিঠের ঘ্রাণ, আর আড্ডার উষ্ণতা। এটি বাঙালির প্রাণের উৎসব।
- পিঠে-পুলির প্রতিটি কামড়ে যেন ফুটে ওঠে বাংলার ঐতিহ্যের রূপ। পৌষ পার্বণ আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়।
- পৌষ পার্বণ মানে প্রকৃতির দানকে সাদরে গ্রহণ করার সময়। খেজুর গুঁড় আর নতুন ধানের মিশ্রণে তৈরি পিঠে যেন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
- পৌষ পার্বণ বাঙালির ঐতিহ্যের সেই গল্প, যেখানে ধানের সোনালি শীষ আর পিঠে-পুলির মিষ্টতায় প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক প্রকাশ পায়।
- পৌষ পার্বণের খেজুর রসের মিষ্টি স্বাদ শুধু জিভে নয়, হৃদয়ে গেঁথে থাকে। এটি কালের পরম্পরা থেকে পাওয়া এক অমূল্য ধন।
- পিঠে-পুলি বানানোর সময় যেন গ্রামীণ জীবনের প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়ে একতার আনন্দ। এটি বাঙালির সংস্কৃতির অন্যতম গর্ব।
- পৌষ পার্বণ আমাদের শেখায় প্রকৃতির কাছ থেকে পাওয়া প্রতিটি জিনিসকে সাদরে গ্রহণ করতে। এটি জীবনের সহজ সৌন্দর্যকে উপলব্ধি করার সময়।
- শীতের কুয়াশামাখা সকালে পিঠে-পুলির ঘ্রাণ আর খেজুর রসের উষ্ণতায় ভরা পৌষ পার্বণ বাঙালির ঐতিহ্যের এক মহামিলন।
- পৌষ পার্বণের পিঠে-পুলি শুধু খাবার নয়, এটি এক একটি শিল্প, যা আমাদের সংস্কৃতিকে জীবন্ত করে রাখে।
পৌষ পার্বণ নিয়ে কবিতাসমূহ, Poems on poush parbon in bangla
- “পৌষ এল, পৌষ এলখুশি খুশি রব তাই ,পৌষ-পার্বণের দিনে পিঠেপেট ভরে খাওয়া চাই ।মকর-সংক্রান্তির স্নান সেরেতুষু পূজা করে,সূর্যোদয়ের আগে রাখি আঙ্গিনাআল্পনাতে ভরে ।রাতের তৈরী পিঠা দিয়েসূর্যদেবকে পূজা,তারপর সারাদিনকরবো খুব মজা ।সেদ্ধ পিঠে, কুলি পিঠে, অন্নদা,রাঙা-আলুর পিঠে, পাটি-সাপটা, ছাঁচ,চন্দ্র পুলি, দুধ পুলি, তেলেভাজা -ভিন্ন স্বাদে রান্নার কাজ ।গ্রামাঞ্চলে পূজার রীতিপালিত হয় বেশ ।শহরেতে শুধু পিঠা খাওয়ারীতি পালনে নেই ক্লেশ ।ভেজানো ছাঁচের পিঠেখাওয়ার আলাদাই মজা,এই পিঠে হলো যেনরাজার চেয়েও রাজা ।যুগ যুগ পৌষ-পার্বণ থাকুককরি এই কামনা ,সকলকে করি আমন্ত্রণনা খেয়ে কেউ যাবেন না ।”
- পৌষমাসের রাত্রি শেষে করে সবে মিলে টুসু জাগরণ রাতভর টুসু গান উৎফুল্লিত আজ সবার মন সবাই মিলে পরের দিনে নদীর ঘাটে করে মকর স্নানকত উৎসবে মহা আনন্দে পালিত হয় পৌষপার্বণ !
- পিঠের পরব এল; এল সংক্রান্তিখাও পিঠে পেটপুরে পাবে বড় শান্তি পেটে খেলে পিঠে সয় শেখালেন গুণীজন পিঠে খেলে পেটে রয় উল্লাসে নাচে মন পিঠে পিঠে গন্ধ তেপাড়া ম ম করছে পিঠোপিঠি ভাইবোনে পিঠে নিয়ে লড়ছে!
- “পৌষ পার্বণের সেদিন গুলো হারিয়ে গেল কই,ন্যাড়ার ঘরে রাতটি জেগে কতইনা হৈচৈ!?মা পিসি আর কাকী,জেঠী”র নেই যে চোখে ঘুম,নানান রকম পিঠে পুলি’র লেগেছে যে ধুম!কার বাড়ীতে কেমন পিঠে কোন পিঠেটা স্বাদ,হরেক রকম পিঠে খেয়েও মিঠতো না যে সাধ!ভোর বেলাতে সিনান করে কাঁপতো গা থরথর,শরীরটাকে করতে গরম পুড়িয়ে ন্যাড়ার ঘর!নাটাই সুতোয় উড়তো ঘুড়ি দূর আকাশের গায়ে,সারা টা দিন কাটতো সময়পাড়ায় পাড়ায় গাঁয়ে! পুরোনো সে দিন গুলো সব এখন শুধুই স্মৃতি,হারিয়ে গেছে আজ যেনো সব সৌহার্দ্য সম্প্রীতি!!”
- পৌষের শেষে সাগর সঙ্গম স্নানেহয় যে পুণ্যবাংলার পিঠেপুলি স্বাদেও সৌরভে অনন্য বাঙালি খেতে জানে, খাওয়ানেতেও বেশ ,পৌষের শুরু হল মাঘেও হবে না শেষ। বাসনায় রসনা মিলে মেতে ওঠে নলেনে,মৌ মৌ সুবাসে বাংলার স্বাদ ,পাবে না কোনো খানে ।
- “নদীর ঘাটে বসেছে আজ,মকর সংক্রান্তির মেলা,বসেছে দোকান সারি সারি,আর সার্কাসের খেলা।দু আনার কেনা মাটির পুতুল,তিন আনার বাঁশি,হরেক মাল পাঁচ সিকে দাম,সেথায় ভিড় বেশি।ময়রা ভোলা বসেছে দোকানে,টাঙায়েছে সামিয়ানা।রসগোল্লা আর পানতোয়া,সব পাবে আনা আনা।আলুর চপ ও তেলেভাজা,পাবে তার দোকানে,চায়ের ও পানের দোকান,বসেছে এক কোণে।মনিহারীর দোকান কত,বসেছে সারি সারি,পুঁতির মালা ও কানের দুল,দেখতে সুন্দর ভারি।চুড়ি, মালা, খোপার বল,কিনতে ইচ্ছে হয়,দাম শুনে মাথায় হাত,কিনতে লাগে ভয়।মেলার মাঝে খোকন সোনা,কাঁদছে বসে একা।হারিয়ে গেছে বাবা মা তার,পায় না কেন দেখা ?হাসির চেয়ে কান্না দামী,আজকে মেলার ভিড়ে,বসেছে মকর-সংক্রান্তির মেলা,অজয় নদীর তীরে ।”
- “পিঠে পিঠে পিঠে,—ভাবছি যতই খাবার কথালাগছে ততই মিঠে;পিঠে পিঠে পিঠে।ঐ চড়েছে রসের ভিয়ান,আসছে রসের ছিটে;পিঠে পিঠে পিঠে।নলেন গুড়ের সৌরভে আজমশগুল যে ভিটে;পিঠে পিঠে পিঠে।ক্ষীর-নারিকেল লাগবে আরো?নিয়ে যা হাতচিঠে;পিঠে পিঠে পিঠে।কম খেলে আজ হবে রে ভাইমেজাজটা খিটখিটে;পিঠে পিঠে পিঠে।পুসি বিড়াল পাতছে আড়ি,চোখ দুটো মিট্মিটে;পিঠে পিঠে পিঠে।এই রে, কেন তাড়িয়ে দিলিএকখানা থান-ইঁটে?পিঠে পিঠে পিঠে।রসপুলি আর গোকুল-চসিররস যে গিঁটে গিঁটে;পিঠে পিঠে পিঠে।
পিঠের লোভে হল্লা করেকাকগুলো ডানপিটে;পিঠে পিঠে পিঠে।শীতের ভোরে ঠাণ্ডা হাওয়ায়হাত-পা হ’ল সিঁটে;পিঠে পিঠে পিঠে।রসের কড়াই নামাও এবার,গুড় যে হ’ল চিটে;পিঠে পিঠে পিঠে॥”
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পার্বণের এই বিশেষ দিনটিতে হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে থাকে । পৌষ সংক্রান্তির দিনটিতে রাঢ়বঙ্গের গৃহবধূরা সন্ধ্যের পর বাড়ির দরজায়, ধানের গোলায়, ঠাকুর মন্দিরে, খড়ের গাদায় পৌষ কে আহ্বান করে থাকে । তারা দিনের বেলায় গোবরের নাড়ু তৈরি করে রাখে এবং আলপনার ওপর সেই নাড়ু গুলিকে সাজিয়ে দেয় এবং তার ওপর চালের গুড়ি, ধান-দূর্বা, সর্ষের ফুল, মুলোর ফুল দিয়ে উলুধ্বনি- শঙ্খধ্বনি করে “পৌষ আসছে গুড়িগুড়ি পৌষের মাথায় চালের ঝুড়ি।
এসো পৌষ যেওনা- – -; এ ধরনের লোক গাথা পরিবেশন করে থাকে। পৌষ মাসকে ধরা হয় লক্ষ্মীর মাস এবং ধারণা করা হয় যে এই মাসে গৃহস্থের মঙ্গল হয় । তাই হিন্দু ঘরে ঘরে লক্ষ্মী দেবীকে আহ্বান করা হয় যাতে তিনি গৃহস্থের ঘর ছেড়ে চলে না যান।
পরিশেষে, Conclusion
পৌষ পার্বণ নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।