কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করবেন



মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে একটা বড়ো জায়গা করে নিয়েছে রীতিমতো। আসতে আস্তে আমাদের লাইফে প্রাশ্চাত্যের ছাপ অনেকখানি এসে গেছে। ফেইসবুক ইউটুব ছাড়াও যে সোশ্যাল মিডিয়াটি আজকাল মানুষ খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে সেটি হলো ইনস্টাগ্রাম।

Bengali guide for downloading photos and videos from instagram

ইনস্টাগ্রাম হল কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির তুলনায় Instagram এর স্বতন্ত্র একটি পরিচয় রয়েছে৷
আপনি যখন ইনস্টাগ্রাম ফিড স্ক্রোল করেন তখন আপনি বহু আকর্ষণীয় ইনস্টাগ্রাম ভিডিও খুঁজে পেয়ে থাকেন এবং আপনি হয়তো মনে মনে Instagram video download করতে চান কিন্তু যেকোনো কারণেই পেরে ওঠেন না কারণ ইনস্টাগ্রাম সরাসরি আপনাকে কোনও ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড করার অনুমতি দেয়না।

সুতরাং, এই সমস্যাটি সমাধান করার জন্য, instagram video downloader চালু করা হয়েছে যার দ্বারা দ্রুত ও নিরাপদে Instagram video download online খুব সহজেই করতে পারবেন ।

Instagram video downloader একটি ওয়েব-ভিত্তিক টুল যেটি ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে সক্ষম এবং পুরোপুরি নির্ঝঞ্ঝাটে । Instagram থেকে একটি ভিডিও ডাউনলোড করার আগে আপনার অবশ্যই সেই ভিডিওটির একটি লিঙ্ক থাকতে হবে যা আপনি ডাউনলোড করতে চান এবং সেই ভিডিও লিঙ্কটি Instagram ভিডিও ডাউনলোডার ইনপুট বক্সে পেস্ট করুন ; আপনার প্রিয় ভিডিওটি অতি সহজেই ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন । নিচে উল্লেখ করা হল কিছু সহজ পদ্ধতি তার সাহায্যে ইন্সটাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার ইচ্ছেমতো ; যত খুশি !

ইনস্টাগ্রাম আমাদের ডেইলি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বললে খুব একটা কম বলা হবে না। এই ইনস্টাগ্রাম আমাদের একটা ডিজিটাল অ্যালবাম হয়ে গেছে, অনেকেই অন্যের এই ইনস্টাগ্রাম গ্যালারি থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করেন বা জানতে চান কিভাবে নিতে পারবেন কারণ ইন্সটা এপ্লিকেশন এর মধ্যে এই সুবিধাটি নেই।

সেইজন্যে আমরা এখানে কিছু এরম পদ্ধতি শেয়ার করলাম যার মাধ্যমে যেকোনো ইনস্টাগ্রাম এর ছবি বা ভিডিও আপনার নিজের মোবাইল ফোনে সেভ করতে পারবেন।

ইনস্টাগ্রাম এর ছবি ও ভিডিও সেভ করার পদ্ধতিগুলি

স্ক্রিনশট এর মাধ্যমে ছবি সেভ করা

আপনি হয়তো জানেন যে আপনার মোবাইলে স্ক্রিনশট অর্থাৎ যেকোনো মুহূর্তে মোবাইলে স্ক্রিন এ কি আছে তা ইমেজ আকারে সেভ করার একটি অপসন রয়েছে। বিভিন্ন মোবাইলে বিভিন্ন ভাবে তা করা যায়, নিচে আমি কয়েকটি পদ্ধতি বলে দিলাম,

১। আপনার মোবাইলে ইনস্টাগ্রাম খুলুন
২। যে ছবিটি আপনি সেভ করতে যাচ্ছেন সেই ছবিটি স্ক্রল করে স্ক্রিন এর মাঝেখানে এ আনুন ।
৩। এরপর আপনার মোবাইলের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসাথে টিপে থাকুন। দেখবেন মোবাইলে এর নিচের দিকে একটি ছবি উঠে গিয়ে থাকবে সেটি হলো স্ক্রিনশট, এবার ওটির ওপর ক্লিক করে আপনি ছবিটিকে আপনার দরকার মতো এডিট বা ক্রপ ( কেটে ) নিতে পারেন।

মোবাইলে স্ক্রিনশট

বি: দ্রঃ আপনার মোবাইলে যদি স্ক্রিনশট এর শর্টকাট না জানা থাকে তাহলে সেটিংস এ দেখে নিন , কয়েকটি প্রচলিত স্ক্রিনশট এর শর্টকাট হলো –

  • তিন আঙ্গুল স্ক্রিন এর উপর থেকে টাচ করে নিচে নামান তাহলে স্ক্রিনশট হয়ে যাবে।
  • দুই আঙ্গুল দিয়ে স্ক্রিন এর বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করুন তাহলেও হয়ে যাবে।
  • পাওয়ার বাটন টিপে থাকুন তাহলে স্ক্রিনশট এর অপসন পাবেন।

স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও সেভ করা

এখন প্রায় সব ফোনেই স্ক্রিন রেকর্ডিং এর অপসন আছে, তবুও অনেক ফোনে ঠিক থাকে রেকর্ডিং হয়না। সেইজন্যে এখানে কিছু ফ্রি এবং ভালো স্ক্রিন রেকর্ডিং এর এপ্লিকেশন শেয়ার করলাম –

  • Screen Recorder
  • MNML Screen Recorder
  • ScreenCam Screen Recorder
  • RecMe Free Screen Recorder
  • Google Play Games
  • Mobizen Screen Recorder
  • AZ Screen Recorder

উপরে উল্লিখিত এপ্লিকেশন গুলি আপনারা খুব সহজেই গুগল প্লেস্টোরে সার্চ করে পেয়ে যাবেন।

অনলাইন সার্ভিসের মাধ্যমে ইনস্টাগ্রাম ফটো ও ভিডিও ডাউনলোড

সময় লাগবে 1 minute

অনলাইন সার্ভিসের মাধ্যমে ইনস্টাগ্রাম ফটো ও ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

  1. পোস্ট লিংক কপি করুন

    এটি করার জন্যে আপনাকে বিশেষ কিছু করতে হবে না, শুধু আপনার পছন্দের ইনস্টাগ্রাম ফটো বা ভিডিও পোস্টটির লিংকটি কপি করুন, নিচের ইমেজটিতে দেখতে পাবেন যে আমরা একটি পোস্ট এর উপরে ডানদিকে মেনু আইকন এ ক্লিক করে মেনু থেকে “Copy Link” এ ক্লিক করুন। তাহলে ওই পোস্টটির লিংক আপনার ফোনে কপি হয়ে যাবে।

    instagram-photo-download-process-explained-in-bangla-bongquotes

  2. ইনস্টাগ্রাম ডাউনলোডার সাইটগুলিতে যান


    অনলাইনে ইনস্টাগ্রাম এর অরিজিনাল ফটো ও ভিডিও ডাউনলোড করার অনেকগুলি ওয়েবসাইট রয়েছে যেগুলি আপনার পছন্দের পোস্ট থেকে তার পিকচার বা ভিডিও ডাউনলোড করে সেভ করতে দেয়। আমরা নিচে এরম এ কিছু সাইটের লিংক দিয়ে রাখলাম যেগুলির যেকোনো একটি ক্লিক করুন,

    https://ingramer.com/tools/instagram-video-downloader/
    https://instadownloader.co/
    https://downloadgram.com/
    https://downloadinstagramvideos.net/en/

  3. এবার পোস্টলিংকটি সাবমিট করুন ওখানে

    আশাকরি আপনি ওপরের সাইটগুলির মধ্যে যেকোনো একটিতে এখন রয়েছেন, এইবার আপনি ১ নম্বর স্টেপে যে লিংকটি কপি করেছিলেন সেটি এই সাইটে সাবমিট করুন। কিছুক্ষন প্রসেসিং হয়ে দেখবেন আপনার ভিডিও বা ফোটোটির ডাউনলোড করার অপসন এসে গেছে।

  4. এবার ডাউনলোড

    ওই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার পছন্দের ভিডিও অথবা ফটোটি ডাউনলোড করে নিন।

ইনস্টাগ্রামের প্রাইভেট ফটো ও ভিডিও কিভাবে ডাউনলোড করবেন ?

ইনস্টাগ্রামে দুই ধরণের প্রোফাইল হয়, এক যেটি সকলের জন্যে লভ্য অর্থাৎ যেকেউ ওই প্রোফাইলের কনটেন্ট দেখতে পারবেন। এটিকে বলা হয় পাবলিক প্রোফাইল। উপরে যে পদ্ধতিতে আপনাকে ইনস্টাগ্রাম কনটেন্ট ডাউনলোড করার কথা বলেছি সেটি এই ধরণের প্রোফাইলের জন্যেই প্রযোজ্য।

কিন্তু অনেকসময় আমাদের মধ্যে অনেকের প্রাইভেট একাউন্ট থাকে যার মানে এই যে ওই একাউন্ট গুলির কনটেন্ট শুধুমাত্র যারা ওই একাউন্টটিকে ফলো করছে তারাই দেখতে পাবে। এটি মূলত সিকিউরিটির জন্যে করা হয়। সেক্ষত্রে এই ধরণের একাউন্ট এর কনটেন্ট নরমাল ভাবে ডাউনলোড করা যায়না। সেটি ডাউনলোড করার জন্যে নিচে আমরা অনলাইনে সার্ভিস এর লিংক দিলাম –

https://instaoffline.net/private-downloader/
https://aloinstagram.com/private-downloader/

প্রাইভেট পোস্ট ডাউনলোড করার পদ্ধতি বিভিন্ন সার্ভিস অনুযায়ী আলাদা হয়ে থাকে , সেইজন্যে উপরোল্লেখিত সাইটগুলিতে গিয়ে ওখানের স্টেপ গুলি ফলো করুন তাহলে সহজেই আপনি প্রাইভেট একাউন্ট এর কনটেন্ট ডাউনলোড করতে সক্ষম হবেন।

ইনস্টাগ্রামে আরো লাইক ও ফলোয়ার তাড়াতাড়ি বাড়াতে হলে ভালো হ্যাশট্যাগ ব্যবহার করুন এখন ক্লিক করে

আরো এরম টিপস ও ট্রিকস জানতে হলে আমাদের সোশ্যাল প্রোফাইলগুলি লাইক ও ফলো করে রাখুন,

Recent Posts