ভারতীয় নৌ-সেনার প্রথম প্রথম ব্যাচের তিনজন মহিলা পাইলট মেরিটাইম রিকনেসঁস মিশনের ডোর্নিয়ের এয়ারক্রাফ্ট ওড়াবেন। ২০ অক্টোবর কোচিতে শেষ হয়েছে তাদের ডোর্নিয়ের অপারেশনাল ফ্লায়িং ট্রেনিং। এই তিনজন পাইলট হলেন লেফট্যানেন্ট শুভাঙ্গী স্বরূপ, লেফট্যানেন্ট দিব্যা শর্মা এবং লেফট্যানেন্ট শিবাঙ্গী, তারা কাজ করবেন সাদার্ন নেভাল কমান্ডের অধীনে।
এই তিন মহিলা পাইলটের দল ডর্নিয়ার বিমানের মাধ্যমে পরিচালনা করবেন সমুদ্রের পুর্নবিবেচনা কার্যক্রম। বিহারের মুজাফরপুরের বাসিন্দা লেফট্যানেন্ট শিবাঙ্গী, উত্তরপ্রদেশের তিলহারের বাসিন্দা লেফট্যানেন্ট শুভাঙ্গী স্বরূপ দিল্লির মালভিয়া নগরের বাসিন্দা লেফট্যানেন্ট দিব্যা শর্মা প্রথমে ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় নৌ সেনার কাছে প্রাথমিক ফ্লায়িং প্রশিক্ষণ নিয়েছে।
তারপর একমাস গ্রাউন্ড ট্রেনিং করতে ও ৮ মাস সাদার্ন নেভাল কমান্ডের ডোর্নিয়ের স্কোয়াড্রনের INAS 550-তে বিমান ওড়ানোর প্রশিক্ষণ দেওয়ার পর ২৭তম ডোর্নিয়ের অপারেশনাল ফ্লায়িং ট্রেনিং কোর্স শেষ করেছে। ২২ অক্টোবর INS Garuda র অনুষ্ঠানে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে।ফ্লায়িং সাবজেক্টে প্রথম হয়েছে দিব্যা শর্মা।
তথ্য অনুযায়ী বিশ্বে ১ লক্ষ ৩০ হাজার পাইলটের মধ্যে মহিলা পাইলটের সংখ্যা মাত্র ৪০০০, অর্থাৎ প্রায় ৩ %, তবে ভারতে এই সংখ্যা অনেক বেশি, ভারতে ৫০০০ পাইলটের মধ্যে ৬০০ জন মহিলা পাইলট, অর্থাৎ প্রায় ১২%, ভারত এই ব্যাপারে বিশ্বের বাকি দেশগুলির থেকে অনেক এগিয়ে জানিয়েছেন ভারতীয় মহিলা পাইলট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হরপ্রীত সিং দে।