সাক্ষাৎকারে কঙ্গনাকে আক্রমণ বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একে আত্মহত্যা বলতে নারাজ অভিনেত্রী কঙ্গনা রানাওত, এই প্রসঙ্গে কখনও করণ জোহার তো কখনও মহেশ ভাট কে আক্রমণ করেছেন তিনি, প্রতিবাদ করেছেন বলিউডে চলে আসা স্বজন পোষণ নিয়ে৷

নাসিরুদ্দিন শাহ
Pin it
নাসিরুদ্দিন শাহ

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ কঙ্গনা কে আক্রমণের সুরে বলেন কঙ্গনা র কথায় বারবার উঠে এসেছে মুভি মাফিয়ার কথা, কিন্তু আসলে বলিউডে কোনো মুভি মাফিয়া নেই, কঙ্গনা অর্ধ শিক্ষিত নায়িকা, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন।

তিনি বলেন সকলেই ভয়ে আছে কখন কার বিরুদ্ধে ভিত্তিহীন ক্ষোভ উগরে দেবেন কঙ্গনা , ওনার কথার ভয়ে সকলে চুপ আছে, কিন্তু এভাবে চুপ থাকায় প্রশ্রয় পেয়ে যাচ্ছেন তিনি, কয়েকদিন আগে উনি মন্তব্য করে করণ জোহরের পদ্মশ্রী কেড়ে নেওয়া উচিত, উনি কি ভারতের রাষ্ট্রপতি যে সব সিদ্ধান্ত নেবেন।

দেখে নিন নাসিরুদ্দিন কি বলেছেন

তার এহেন মন্তব্যের পর অবশ্য তাকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি কঙ্গনা৷
টুইট করে তিনি বলেন নাসিরুদ্দিন স্যারের মতো বড় মাপের ব্যক্তি তাকে নিয়ে মন্তব্য করেছেন এটাই কঙ্গনার কাছে অনেক বড় প্রাপ্তি কিন্তু তিনি যদি অনিল কাপুর কিংবা প্রকাশ পাড়ুকোনের মেয়ে হতেন তাহলে কখনোই তার বিরুদ্ধে এমন মন্তব্য করতে পারতেন না নাসিরুদ্দিন শাহ।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

কঙ্গনার টুইট


Recent Posts