ভ্যালেন্টাইন্স ডে তে দেব এর টুইটার হ্যান্ডেল এ পাওয়া গেলো নতুন চমক, দেব রুক্মিণী জুরির পরবর্তী মিষ্টি প্রেমের ছবি “কিসমিস” এর এনাউন্সমেন্ট হয়ে গেলো।

১৩ই ফেব্রুয়ারী সন্ধেবেলায় যারা দেব এর টুইটার হ্যান্ডেল এ সারপ্রাইস কামিং পোস্ট দেখে এক্সসাইটেড হয়ে গেছিলো তাদের জন্য এসে গেছে কিসমিস এর এনিমেটেড কার্টুন টিসার। যাতে আমরা দেব এর তিনটি লুক দেখতে পাচ্ছি।
কিসমিস ছবির পোস্টার
আমাদের পরবর্তী ছবি “কিশমিশ” আসছে একটা ছোট্ট প্রেমের গল্প বলতে আজ থেকে মাত্র ২৫০ দিন পর এই টি-২০র দুর্গাপুজোতে ।
Video Link 👉 https://t.co/1tWezkj6Ra@idevadhikari @RahoolOfficial @Rukmini_Maitra #RjNeil#T20DurgaPujo #Kishmish #ValentinesDaySurprise pic.twitter.com/6Z9X2MV4uD— DEV Entertainment Ventures (@DEV_PvtLtd) February 14, 2020
ছবিটিতে দেব তিনটি চরিত্রে দেখা যাবেন। একটি পড়াশোনা করা ছেলে টিনটিন, আরেকজন একটু ভদ্র গ্রাম্য ছেলে এবং আরেকটি শহুরে কূল জেনেক্স যুবক। রুক্মিণী কে বেশ স্টাইলিশ লাগছে।
দেব এর কিসমিস সিনেমার এনিমেটেড টিসার
যদিও ছবির গল্প সম্পর্কে বেশি কিছু জানাযায়নি তবুও এটা জানা গেছে যে ছবির শুটিং হবে দার্জিলিং, কলকাতা ও সিঙ্গাপুর এ ।
ছবির পরিচালক রাহুল মুখার্জী বাংলায় প্রথম ছবি করছেন। এর আগে তিনি একটি হিন্দি ছবি করেছেন রাজ্ কুমাররাও এর সাথে যেটি মুক্তির অপেক্ষায়।
ছবির বেশ কিছুটা অংশ জুড়ে থাকবে অ্যানিমেশন, যা বাংলা ছবিতে একদমই দেখা যাই না।
পুজোর সময় রিলিজ হচ্ছে ছবিটি।
