হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট ফোরাম ফর শারদোৎসব আদালতে দায়ের করতে চলেছে রিভিউ পিটিশন



করোনা আবহেও পুজো নিয়ে চারদিকে উন্মাদনা, এত আয়োজনের মাঝে হাইকোর্টের তরফে পুজোর ভিড় নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় ঐতিহাসিক রায়দান করে বলা হয়েছে রাজ্যের ছোট হোক কিংবা বড় সমস্ত পুজো প্যান্ডেলই এবছর কনটেইনমেন্ট জোন। সোমবার রায় যেসব নির্দেশ গুলো দেওয়া হয়েছে সেগুলি হল – 
এবার ভার্চুয়াল কভারেজ এর মাধ্যমে সাধারণ দর্শক মন্ডপ এবং প্রতিমা দেখতে পাবে।   জনস্বার্থে সমস্ত প্যান্ডালে করা হবে নো এন্ট্রি জোন। ছোট প্যান্ডেলের ক্ষেত্রে  ৫ মিটার দূরত্ব, বড় প্যান্ডেলের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে। প্যান্ডেলের চারপাশ  ব্যারিকেড করে কমিটির তরফে যারা থাকবে তাদের নামের তালিকা আগে থেকে করতে হবে৷হাইকোর্টের নির্দেশ কতটা  মানা হল তা ৫ নভেম্বরের মধ্যে  হলফনামা দিয়ে জানাতে হবে ডিজিপি, পুলিস কমিশনার।


সোমবার এই নির্দেশ জারির পর হাইকোর্টের এই রায় যাতে  পুনরায় বিবেচনা করা হয়  সেই কারণে ফোরাম ফর শারদোৎসব আদালতে রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে।সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু হাইকোর্টে কী কী বিষয় তুলে ধরবেন তা এখনো খুলে না বললেও তিনি বলেছেন তার এ বিষয়ে যা বক্তব্য তা তিনি আদালতেই বলবেন মঙ্গলবার।  আদালতের এই রায় নিয়ে রাজ্য সরকারের তরফেও কিছু বলা হয়নি। আদালতের রায় দানের পরে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। 


সোমবারের হাইকোর্টের এই রায় দানের পর এই রায়কে অনেকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। আবার অনেক পুজো কমিটি ভাবছেন এমন রায়দানের কোনো মানে হয় না ।বেশ কিছু পুজো কমিটি যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, বেহালার দেবদারু ফটক ইত্যাদি পুজো কমিটির তরফে  অনেক আগেই জানানো হয়েছিল, পুজো হবে তবে মন্ডপের দরজা বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য।  


তবে হাইকোর্টের এই রায়ের পর অসন্তুষ্ট অনেক পুজো কমিটি। তাই ফোরাম ফর শারদোৎসব ফের আদালতে যাবে। সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো নিয়ে বৈঠক করেছে  মুখ্যসচিব জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। ফোরাম ফর শারদোৎসব রিভিউ পিটিশন দায়ের হলে   সিদ্ধান্ত কি একই থাকে না পরিবর্তন করা হয় সেটাই দেখার। তবে এবছর করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

Recent Posts