প্রকাশ পেল খিলাড়ি কুমারের নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’ এর মুক্তির তারিখ



দীর্ঘদিন ধরে বন্ধ সিনেমাহল, তাই সব সিনেমায় মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘ অপেক্ষার পর অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির কথা ঘোষণা করলেন খিলাড়ি কুমার। ২২ মে ‘লক্ষ্মী বম্ব’ সিনেমাহলে মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা হয়নি। বুধবার অক্ষয় কুমার জানান ডিজনি প্লাস হটস্টারে ‘লক্ষ্মী বম্ব’ মুক্তি পাবে দীপাবলির আগেই। আগামী ৯নভেম্বর থেকে অনলাইন স্ট্রিমিং চালু হবে ছবিটির। 

অক্ষয় কুমারের সাথে এই সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণী কে, এছাড়াও এই ছবিতে আছেন তুষার কাপুর, শারদ কেলকর, অশ্বিণী কালসেকর। 


অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে লক্ষ্মণ থেকে তিনি ধীরে ধীরে লক্ষ্মী হয়ে যাচ্ছেন, এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে আজ থেকে তোমার নাম লক্ষ্মণ নয় লক্ষ্মী।

এই ছবিতে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। ছবিটি যখন সিনেমা হলে মুক্তি না পেয়ে ওটিটিতে মুক্তি পাবে বলে জানা গেছিল তখন খিলাড়ি কুমার জানিয়েছিলেন এই প্ল্যাটফর্মের জন্য তিনি আগ্রহী হলেও সিনেমাহলে মুক্তি না পাওয়ায় তিনি ব্যথিত।

তবে পরিস্থিতির কারণে নিরাপত্তা আগে, তাই ওটিটি প্ল্যাটফর্মই বর্তমান অবস্থার নিরিখে শ্রেয়। উল্লেখ্য ২০১১ সালে মুক্তি প্রাপ্ত তামিল ছবি ‘কাঞ্চনা’ র রিমেক হল ‘লক্ষ্মী বম্ব’। সেই ছবিতে অভিনয়ে দেখা গেছিল দক্ষিণী তারকা রাঘব লরেন্সকে৷ সেই সিনেমার পরিচালকও ছিলেন তিনিই, আবার হিন্দি রিমেক ‘লক্ষ্মী বম্ব’ এর পরিচালকও তিনি। 


Recent Posts

link to বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

জীবনে অনেক সম্পর্ক থাকে, কিন্তু বন্ধুত্ব হলো সবচেয়ে নিঃস্বার্থ ও...