মুক্তি পেল অনুরাগ বসুর পরবর্তী ছবি ‘লুডো’ র ট্রেলার


লুডো, অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, সাপ-সিঁড়ির খেলায় কেউ হঠাৎ পেয়ে যায় সাফল্য,আবার সাপের মুখে পড়ে সেই সাফল্য অনেক সময় হারিয়ে যায়। আবার কেউ কেউ এক লাফে সাপকে পেরিয়ে যায় ভাগ্যের জোরে।তবে সকলেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, লুডোর মতো বর্ণময় জীবন মানুষের।যেখানে সাপ সিড়ির মতো ভাগ্যের নানা ওঠাপড়ায় মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, কখনও ভালো আবার কখনও খারাপ,  অনুরাগ বসু পরিচালিত ‘লুডো’ ও এমনই একটি ছবি।সম্প্রতি এই ছবির ট্রেলার  প্রকাশ্যে এসেছে। 


চার ধরনের গল্পকে ভিত্তি করে তৈরী ‘লুডো’ ছবির গল্প, তবে তা আসলে একই  সূতোয় বাঁধা। মানুষের জীবনও লুডো খেলার মতো যেখানে খেলায় নেমে প্রত্যেকের রং বদলাতে শুরু  করে,  এই ছবিতেও তেমনই দেখা যাবে।এই ছবিতে অভিনয়ে দেখা যাবে অভিষেক বচ্চন,  রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং আদিত্য রায় কাপুরকে ,  এছাড়াও সানিয়া মালহোত্রা, ফতিমা সানা শেখ, আশা নেগি, রোহিত শরাফ প্রমুখ আছেন। 


পরিচালক অনুরাগ বসুর প্রতিটি ছবির কাহিনিই একটু ভিন্ন ধরনের হয়।এই ছবির পরিচালক প্রযোজক উভয়ই অনুরাগ বসু। এই ছবির শুটিং হয়েছে  কলকাতাতেও, ছবির শুটিং এর জন্য কলকাতায় এসেছিলেন অভিষেক বচ্চন। 


অনুরাগ বসুর পরিচালিত শেষ তিনি ছবি ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত জগ্গা জাসুস। ২০১৭ য় মুক্তি পাওয়া জগ্গা জাসুসের পর তিনি পরবর্তী ছবি ‘লুডো’ নিয়ে ফিরছেন ।গত বছর এপ্রিলে এই ছবির মুক্তি কথা থাকলেও করোনার কারণে দেড়িতে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ১২ নভেম্বর ‘লুডো’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে,  স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এ।


Recent Posts

link to বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

জীবনে অনেক সম্পর্ক থাকে, কিন্তু বন্ধুত্ব হলো সবচেয়ে নিঃস্বার্থ ও...