শট সার্কিট না কি অন্য কারণ, এফডি ব্লকের পুজো মন্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন


  
বুধবার সকালে সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে  বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে যায় মন্ডপ এবং প্রতিমা।  সকাল অগ্নিকাণ্ডের পর গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌছায় এবং  সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে, তারপরই ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে করেন  দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ডপ চত্বরে থাকা ১৬ টি  সিসিটিভি ক্যামেরাও আগুনে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, বুধবার সকাল ৬ টা ২৫ মিনিট নাগাদ ওই পুজো মন্ডপে আগুন লাগে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটল তা এখনো স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর মেলেনি তবে  শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন না পুজো উদ্যোক্তাদের অনেকেই। তাদের সন্দেহ দু বছর ধরে ব্লকের একটি গোষ্ঠী পুজো দখলের চেষ্টা করেও বারবার কমিটির ভোটে তাঁরা বারবার হেরে যাওয়ায় তা পারেনি, এই ঘটনায় তাদের হাত থাকতে পারে। 


মণ্ডপে আগুন লাগার পর  সল্টলেক এফডি ব্লকের পুজো উদ্যোক্তাদের বক্তব্য , দমকল বিভাগ হোক বা পুলিশের অনুমতি,  মন্ডপের মধ্যে ফায়ার ডিস্টিঙ্গুইশারের ব্যবস্থাও সমস্তটাই হয়েছিল, সমস্ত দিক ঠিক থাকার পরও কিভাবে আগুন লাগল প্রশ্ন উঠছে সকলের মনেই। 


ঘটনাস্থল ফরেনসিক টিম গিয়ে মন্ডপ চত্বর এবং স্থানীয়  এলাকা খতিয়ে দেখেছেন, ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য।রিপোর্ট এলেই বোঝা যাবে আগুন লাগার কারণ।শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা এই মুহুর্তে বলা সম্ভব না,পোড়া তার ও পোড়া থার্মোকলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে, সায়েন্টিস্টরা পরীক্ষা করে বলতে পারবেন আগুন লাগার কারণ, জানিয়েছেন ফরেন্সিক দফতরের আধিকারিক এসকে সাহা।

Viral Telegram Channel 🔥

Recent Posts