করোনার কারণে লকডাউন শুরু হওয়ার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। যারা মেট্রোতে যাতায়াত করতে অভ্যস্ত তাদের জন্য সুখবর, সোমবার থেকে কলকাতায় পুনরায় চালু হতে চলেছে মেট্রো পরিষেবা, তবে এবারে আগের মতো নয় কিছুটা পরিবর্তন হয়েছে মেট্রোতে ওঠার নিয়ম। মেট্রো চালু হলেও কনটেইনমেন্ট জোন গুলিতে কিন্তু এখনও বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পরিষেবা চালু থাকবে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হওয়ার আগে বুধবার কলকাতা মেট্রো কতৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগে যেমন প্রত্যেক স্টেশনে টোকেন বিক্রি হত এখন তার তেমন হবে না, মেট্রোতে সফর করতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে স্মার্ট কার্ডকলকাতার আগেই দিল্লি সহ দেশের বাকি শহরে শুরু হয়ে গেছে মেট্রো পরিষেবা।মেট্রো কর্তৃপক্ষের তরফে নির্দেশিকায় যাত্রীদের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে।
মেট্রোতে যাতায়াত করতে হলে যাত্রীদের মুখে মাস্ক থাকতেই হবে। মাস্ক ছাড়া যাত্রীদের নেওয়া হবে না৷
মেট্রো স্টেশনগুলিতে থাকা স্যানিটাইজার ডিস্পেনসর দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে।
মেট্রো চড়তে হলে স্মার্টফোন থাকতে হবে, কারণ মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড না থাকলে মেট্রোতে উঠতে সমস্যা হবে।
মেট্রো স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।
জ্বর, সর্দি, কাশি থাকলে যেন মেট্রোয় উঠতে দেওয়া হবে না।
প্রবীণ নাগরিক এবং শিশুদের যতটা সম্ভব মেট্রোতে যাতায়াত করতে নিষেধ করা হচ্ছে। ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো করা যাবে না।
এসকেলটরের হ্যান্ডরেল এ হাত দেওয়া যাবে না।
স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন অ্যাপ থেকে
স্টেশন চত্বরে থুতু ফেললে তা বিবেচিত হবে দন্ডনীয় অপরাধ হিসাবে।