গত ২৫ বছর ধরে উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে আসছে, কিন্তু সকলেরই বিভিন্ন রকম সমস্যা ছিল এই ব্রাউজারটির সাথে।
তাছাড়া গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স নামক ব্রাউজারগুলি ব্রউজারগুলি সমসাময়িক প্রযুক্তি ব্যবহার করে আরো ভালো ব্রাউসিং এক্সপেরিয়েন্স দিচ্ছে মানুষকে, সেজন্য ২০১৮ তে মাইক্রোসফট রিলিজ করে আধুনিক ব্রাউজার।
এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরেরের জনপ্রিয়তা আরো কমিয়ে দেয় । এখন ইন্টারনেট এক্সপ্লোরার আর ব্যবহার হয়না বললেই চলে ।
সেজন্য মাইক্রোসফট কাল একটি অফিসিয়াল ব্লগ এ জানিয়েছে যে তারা ধীরে ধীরে ডিফল্ট ব্রাউসার হিসাবে এজ (Edge) কেই সীকৃতি দেবে এবং ২০২১ এর আগস্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার এর আর কোনো রকম সাপোর্ট থাকবে না। আর মাইক্রোসফট এর অনান্য সমস্ত এপ্লিকেশন এজ ব্রাউসারই ব্যবহার করবে।
“For degraded experiences, new Microsoft 365 features will not be available or certain features may cease to work when accessing the app or service via IE 11.”
Official blog post, Microsoft
আপনাদের এই খবর শুনে কেমন লাগলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এ , এবং জানাবেন আপনাদের কোন ব্রাউসার সবচেয়ে প্রিয়।