অন্ধজনে দেহ আলো গানের কথা, লিরিক্স । Ondho Jone Deho Aalo Song Lyrics in Bengali – By Rabindranath Tagore



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনগুলির অন্যতম  হল ‘অন্ধজনে দেহ আলো‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

অন্ধজনে দেহ আলো লিরিক্স বাংলা হরফে

অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ–
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান ॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান ॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
তৃষিত যেজন ফিরে    তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে,   সুধা করাও হে পান ॥
তোমারে পেয়েছিনু যে, কখন্‌ হারানু অবহেলে,
কখন্‌ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে।
বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান–
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মাণ ॥

Ondhojone deho aalo Lyrics in English Transcription

Andhojane deho aalo, mritojane deho praan –
Tumi korunamritosindhu karo korunakona daan.
Shushko hridayo mamo kotthin paashanosamo,
Premosolilodhaare sinchaho shushko nayan.
Je tomare daake na hey taare tumi daako-daako.
Toma hote dure je jaay taare tumi raakho raakho.
Trishito jejan phire tabo shudhasaagorotire
Jurao taahare snehonire, sudha korao hey paan.
Tomare peyechhinu je, kakhon haaranu abohele,
Kakhon ghumainu hey, aandhare heri aankhi mele.
Biroho jaanaibo kaay, saantona ke dibe haay,
Barosho barosho chole jaay, heri ni premobayan –
Daroshano daao hey, daao hey daao, knaade hriday mriyomaan.

অন্ধজনে দেহ আলো – গানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। Ondhojone deho aalo song information

পর্যায়: পূজা

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৮৫

স্বরবিতান: ২৭

স্বরলিপি: প্রফুল্ল কুমার দাস/ কাঙলিচরণ সেন

অন্ধজনে দেহ আলো- গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে। Ondhojone deho aalo- song video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts