অন্ধকারের উৎস হতে লিরিক্স, গানের কথা । Ondhokarer Utso Hote Utsarito Aalo Song Lyrics – By Rabindranath Tagore



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনগুলির অন্যতম  হল ‘ অন্ধকারের উৎস হতে ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো lyrics in Bangla Font

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো !
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
সেই তো তোমার ভালো ।।
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তো তোমার গেহ ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ
সেই তো তোমার স্নেহ ।।
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান ।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
সেই তো তোমার প্রাণ ।
বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি
সেই তো স্বর্গভূমি ।
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
সেই তো আমার তুমি ।।

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো লিরিক্স | Ondhokarer Utso hote Utsarito aalo lyrics in English transcription

Andhokaarer utso hote utsarito aalo
Sei to tomar aalo !
Sakol dwando birodh maajhe jaagroto je bhaalo
Sei to tomar bhaalo.
Pather dhulay bokkho pete royechhe jei geho
Sei to tomar geho.
Somarghaate amor kare rudronitthur sneho
Sei to tomar sneho.
Sab phurale baaki rohe adrishyo sei daan
Sei to tomar daan.
Mrityu aapon paatre bhori bohichhe jei praan
Sei to tomar praan.
Bishwojaner paayer tole dhulimoy je bhumi
Sei to sworgobhumi.
Sabay niye sabar maajhe lukiye aachho tumi
Sei to tomar tumi.

অন্ধকারের উৎস হতে-গানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।। Ondhokarer Utso hote Utsarito aalo- song information

পর্যায় : পূজা
উপ- পর্যায়: বিশ্ব
তাল: দাদরা
রাগ: বৃন্দাবনী
লিখিত: ১৯১৪ (২৯ আশ্বিন, ১৩২১)
স্বরলিপি: অনাদিকুমার দস্তিদার
স্বরবিতান: ৪৩

অন্ধকারের উৎস হতে- গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে। Ondhokarer Utso hote Utsarito aalo- song video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts