ট্রেন সফরে মহিলা যাত্রীদের সুরক্ষার্থে চালু হল প্রশংসনীয় উদ্যোগ ‘মেরি সহেলি’


বর্তমান সময়ে অনেকেই ট্রেনে একা সফর করেন, তা ছেলে হোক কিংবা মেয়ে, তবে এতদিন মহিলাদের একা ট্রেন সফরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক মহিলাই দূরপাল্লার ট্রেনে একা সফর করতে অনেক সময় ইতস্তত হন, আশেপাশের অনেক ঘটনায় অনেকেই নিরাপত্তার অভাব বোধ করেন একা ট্রেনে সফর করতে। অতীতের বেশ কিছু ঘটনায় মেয়েরা একা ট্রেনে সফর করতে অনেক সময় পিছিয়ে যায়। তবুও অনেক সময় প্রয়োজনে একাই সফর করতে হয় ট্রেনে। তবে এখন থেকে ভয় বা দুশ্চিন্তা না করে একা ট্রেন সফরে যেতে পারবেন৷ কারণ সাথে থাকবে মেরি সহেলি’ (Meri Saheli)।


যেসব মহিলা যাত্রীরা একা সফর করবেন তাদের সুরক্ষার্থে এবার থেকে ট্রেন সফরে থাকবে ‘মেরি সহেলি’, যা হল ভারতীয় রেলের নেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফে ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষার্থে শুরু হওয়া ‘মেরি সহেলি’র আনুষ্ঠানিক সূচনা হয়েছে  বৃহস্পতিবার। মেরি সহেলির টিম তৈরি হয়েছে বেশ কিছু কমবয়সি মহিলা আরপিএফ কর্মীদের নিয়ে।এবার থেকে প্রতিটি ট্রেনেই ‘মেরি সহেলি’র এক একটি টিম থাকবে, যারা বিশেষত এক সফর করছেন এমন মহিলা যাত্রীদের সাথে যোগাযোগ রাখবেন গন্তব্যের শেষ পর্যন্ত।

  
যেসব মহিলা যাত্রী একা সফর করছেন তাদের সাথে সফর শুরু হওয়ার সময় যোগাযোগ করবেন আরপিএফ টিম , এরপর তাদের টিম সমস্ত সুরক্ষামূলক পদক্ষেপের ব্যাপারে যাত্রীদের বিশদে জানিয়ে দেবেন। কোচে যদি সমস্যা হয় তাহলে ডায়াল করতে হবে ১৮২ নম্বর। সাথে সাথে হাজির হয়ে যাবে ‘মেরি সহেলি’র টিম। মহিলা যাত্রীদের সিট নম্বর  রেখে তাদের সাথে যাত্রাপথে কিছু সময় অন্তর অন্তর আরপিএফ টিম মহিলা যাত্রীদের সমস্যা হচ্ছে কি না খোঁজ নেবে৷  


‘স্টপিং স্টেশনগুলিতে প্ল্যাটফর্মে যেসব আরপিএফ কর্মীরা ডিউটি করবেন তারা সেইসব কোচ এবং বার্থের উপর নজরদারি করবেন বলেও রেল সূত্রে জানানো হয়েছে।শুধু মহিলাদের নিরাপত্তা দেখাই নয়, যাত্রীদের থেকে ফিডব্যাক ও নেবে মেরি সহেলি টিম।  যখন মহিলা যাত্রীরা গন্তব্যে পৌঁছে যাবে তখন সেখানকার  আরপিএফ টিম তাঁদের কাছ আরপিএফ কর্মীদের ফিডব্যাক নেবে। ফিডব্যাক অনুযায়ী আরপিএফের তরফে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তা ঠিক করে নেওয়া হবে।  


সম্পূর্ণ যাত্রাপথে ‘মেরি সহেলি’র কাছে যদি ভুল ফোন আসে তাহলে৷ তা আরপিএফের সিনিয়র অফিসাররা দেখবেন।চলতি বছরের সেপ্টেম্বর থেকে পাইলট প্রজেক্ট হিসেবে দক্ষিণপূর্ব রেলে চালু হয়েছে ‘মেরি সহেলি’, সেখানে মেরি সহেলি উদ্যোগ সাফল্য লাভ করার পর রেলের অন্যান্য জোনেও রেলওয়ে প্রোটেকশন ফোর্স এই  পরিষেবা শুরু করতে আগ্রহী হয়, যার আনুষ্ঠানিক সূচনা হল ২৯ সেপ্টেম্বর।

Recent Posts