অবশেষে রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা



মেট্রো চালু হয়েছে অনেক দিন আগেই, তবে মেট্রোয় পরিবর্তন হয়েছিল অনেককিছু। বিশেষ অ্যাপের মাধ্যমে মেট্রো পরিষেবা শুরু হয়। এবার সেভাবেই রেল পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। 
শনিবার রাতে ট্রেন চালানোর প্রস্তাবে রেলকে চিঠি পাঠানোর পর সোমবার নবান্নে বৈঠক হয় রেলকর্তাদের সাথে । তাতে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় একাধিক নির্দেশিকা মেনে চালু হবে লোকাল ট্রেন।


রাজ্য এবং রেল বৈঠিকে নিজেদের প্রস্তাব রাখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেলে নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন,  মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি, রেলের শীর্ষ আধিকারিক প্রমুখ। সোমবার বৈঠকে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হয় কলকাতা মেট্রো পরিষেবার মতোই সকাল-সন্ধে কয়েকজোড়া ট্রেন চালানো হবে ।আগের মতো সব ট্রেন না চললেও ১০% ট্রেন আপাতত চালানো হবে। বর্তমানে ৭২ ঘন্টা সময় চেয়েছে রেল।  এখন ১০% চললেও  কালীপুজার পর সেই সংখ্যা বেড়ে দাড়াবে ২৫ শতাংশ। রেলের তরফে জানানো হয়েছে লোকাল ট্রেন চালু হলেও যাত্রী সংখ্যা থাকবে ৫০%। 
নিউ নর্মালে কলকাতা মেট্রো চালু হওয়ার পর অ্যাপের মাধ্যমে বিশেষ ই-পাস নিয়ে যাত্রীরা রোজ যাতায়াত করছেন সতর্কতা এবং সাবধানতা মেনে। পুজোর সময়েও ভিড় সামলে মেট্রো পরিষেবা চলেছে নির্বিঘ্নে। এবার সেই ভাবেই দৈনিক লোকাল ট্রেন চালানোর ভাবনা নেওয়া যেতে পারে বলে প্রস্তাব রাজ্যের। আনলক ৫ এ রাজ্যে রেলকর্মীদের জন্য অবশ্য চালু হয়েছে স্পেশাল ট্রেন। তবে  সাধারণ যাত্রীদের সেই ট্রেনে যাওয়ার অনুমতি না থাকলেও কাজে যাওয়ার জন্য অনেকেই সেই ট্রেনে উঠতে চেয়ে বিক্ষোভ করেছেন।

তার পর  হাওড়া, কখনও হুগলি, কখনও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে মাঝে মাঝেই তুমুল বিক্ষোভ, রেল অবরোধের চিত্র উঠে এসেছে। আজ সকালেও লোকাল ট্রেন চালুর দাবিতে উত্তেজনা ছড়ায় বৈদ্যবাটি স্টেশনে।  রাজ্যের প্রস্তাব,এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাই যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের সমস্যা উভয় দিক মাথায় রেখে সকালে এবং সন্ধ্যে যাত্রীদের জন্য  কয়েকজোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে ।


Recent Posts

link to বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, বাণী ও বার্তা, Bankim Chandra Chattopadhyay quotes in Bengali 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, বাণী ও বার্তা, Bankim Chandra Chattopadhyay quotes in Bengali 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম মহান সাহিত্যিক। তাঁর...