করোনা আতঙ্কের আবহের মধ্যেই কিছুটা স্বস্তির খবর, করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২০ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন ভারতে। আগের তুলনায় নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠছেন।
বুধবার কেন্দ্রের পেশ করা রিপোর্টে বলা হয়েছে করোনায় জাতীয় সুস্থতার হার ৭৩ শতাংশেরও বেশি।
৩০ জানুয়ারি করোনার প্রথম পর্যায় থেকে বর্তমান সময় পর্যন্ত কোভিডে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা এখন ২৫ শতাংশেরও কম বলে জানানো হয়েছে। এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৬০ জন।
নির্দিষ্ট কোনও দেশের ভাইরাস কেসলোডের কথা বলার সময় বলা হয় অ্যাক্টিভ আক্রান্তের কথা, মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা বলা হয় না এমনটাই মন্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণের।
তিনি বলেন, প্রত্যেক দিন প্রায় ৫৫ হাজার সংক্রামিত হচ্ছে অপরদিকে ৬০ হাজার করোনা আক্রান্ত সুস্থ হচ্ছেন৷ ১৯ অগস্ট পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে বেড়েছে সুস্থতার হার, ৭৩.১৮ শতাংশ আক্রান্ত এখন সুস্থ,যেখানে মৃতের হার ১.৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৯৮০ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ৫৩ হাজার ৯৯৪ জন।
করোনা সংক্রমণ যাতে কম হয় সেই কারণে কেন্দ্র সরকারের নানা কৌশল যে কার্যকর হয়েছে ভারতে সুস্থতার হার তাই প্রমান করে।
ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৩৫ হাজার ৮২২। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৯৬ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ৯৬ হাজার ৬৮।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন আরও বলা হয় বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যাও অনেকটাই কম।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে হোম আইসোলেশনেই সুস্থ হয়ে উঠছেন একাধিক আক্রান্ত। তাই হাসপাতালে ভর্তির প্রয়োজন কমছে অনেকটাই। হাসপাতালে ভর্তি রোগীরাও সুস্থ হচ্ছেন দ্রুত, ভেন্টিলেটর সাপোর্টে রাখা রোগীর সংখ্যা অনেক কম।