অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ


আত্মহত্যার প্ররোচনায় রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।  বুধবার সকালে মহারাষ্ট্রের আলিবাগ পুলিশের টিম মুম্বইয়ে বাড়ি থেকে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে সোজা আলিবাগে লোকাল আদালতে পেশ করে।পুলিশের বিরুদ্ধে আদালতে নিগ্রহের অভিযোগ জানান অর্ণব গোস্বামী, এরপর  বিচারক তাকে সিভিল হাসপাতালে নিয়ে মেডিক্যাল চেকআপের নির্দেশ দেয়,  হাসপাতাল থেকে ফিরে আসার পর বিচারক অর্ণব গোস্বামী কে আগামী ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।অর্ণব গোস্বামীর  আইনজীবী জামিনের আর্জি জানিয়েছেন যার শুনানি হবে আজ। 


রিপাবলিক টিভির সম্পাদককে গ্রেফতারের পেছনে আছে ২০১৮ সালের একটি ঘটনা, যেখানে অভিযোগ উঠেছিল  ৫৩ বছর বয়সি এক ইন্টেরিয়র ডিজাইনারের আত্মহত্যায়  প্ররোচনা দিয়েছেন অর্ণব, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ২০১৮ সালের মে মাসে ওই ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক এবং তাঁর মা কুমুদ নাইককে ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, ঘর থেকে উদ্ধার হওয়া  সুইসাইড নোটে লেখা ছিল  অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ ও নীতীশ সারদা এই তিন ব্যাক্তি তাকে দিয়ে কাজ করিয়ে বকেয়া ৫.৪০ কোটি টাকা দেননি, সেই আর্থিক চাপেই এমন চরম সিদ্ধান্ত নিলেন তারা। 
ডিজাইনারের মেয়ে অদন্যা নাইকের আর্জিতে এই মামলার তদন্ত পুনরায় শুরু হবে বলে মে মাসে জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।


তদন্ত শুরু হওয়ার পর বুধবার সন্ধ্যায় মুম্বই পুলিশের মহিলা অফিসারকে নিগ্রহের অভিযোগেও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে।সাংবাদিককে গ্রফতারের পর চাঞ্চল্য ছড়িয়েছে সবর্ত্র।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই গ্রেফতারির নিন্দা করে এর বিরোধিতা করেছেন। অর্ণব গোস্বামীর স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তিনি পুলিশকের কাজে বাধা দিয়েছেন।  বুধবার সন্ধ্যায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির  ৩৫৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ ধারা যুক্ত হয়েছে।

Recent Posts