নিষিদ্ধ করা হবে স্যানিটাইজেশন টানেলের ব্যবহার, রায় দিল সুপ্রিম কোর্ট


করোনা সংক্রমণ থেকে বাঁচতে নানা সতর্কতা, বিধি নিষেধ মেনে চলছেন সকলে, যার মধ্যে অন্যতম মাস্ক ও স্যানিটাজারের ব্যবহার।

করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য কোভিড সতর্কতায় দেশের বিভিন্ন শপিং মল, অফিস ও জনবসতিপূর্ণ এলাকায় স্যানিটাইজেশন টানেল বসানো হয়েছিল, দাবি করা হয়েছিল এই টানেলের মধ্যে গেলে পুরো শরীর হয়ে যায় স্যানিটাইজড, ফলে সংক্রমণের ভয় থাকেনা।

কিন্তু এই স্যানিটাইজেশন ব্যবহারের ফলে মানব শরীর যে কতটা বিপদের সম্মুখীন তা কি জানেন।
দেশজুড়ে স্যানিটাইজেশন টানেল এর ব্যবহার বন্ধ করার দাবিতে গত ১২ অগাস্ট জনস্বার্থ মামলা করা হয় সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টে এই ব্যাপারে জনস্বার্থ মামলা করা হয়েছিল যার রায়দান করে সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে বন্ধ করে দিতে হবে এই ধরনের টানেল ব্যবহার।

কেন্দ্রের তরফে এমন কথা জানার পর স্যানিটাইজেশন টানেল ব্যবহারে কেন নিষেধাজ্ঞা জারি করা হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন।

সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল মন্তব্য করেন কেন্দ্রের তরফে গোটা দেশজুড়ে এই টানেলের ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার এ বিষয়ে
জরুরী সমস্ত নির্দেশিকা জারি করা হবে।

এই ধরনের স্যানিটাইজার টানেল স্বাস্থ্যের পক্ষে ভীষণ বিপদজনক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে, স্যানিটাইজেশন টানেল কতটা ক্ষতিকারক তা সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ জানায় কেন্দ্রকে।

Recent Posts