নাম বদলে সুশান্ত সিং রাজপুতের সাথে থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন সইফ কন্যা


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিন দিন জটিল হচ্ছে।
বেশ কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলি খানের ঘুরতে যাওয়ার কথা উঠে এসেছে, রিয়া চক্রবর্তী দাবি করেন ২০১৮ সালে বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে যান সুশান্ত সিং রাজপুত, এই ট্রিপে তাদের সাথে উপস্থিত ছিলন সারা আলি খান।

শুধু রিয়া চক্রবর্তীর জন্যই নয় সারা আলি খান ও ৬ বন্ধুকে নিয়ে ব্যাঙ্কক, থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সুশান্ত খরচ করেন ৭০ লক্ষ টাকা, থাইল্যান্ডে যাওয়ার সময় সুশান্তের সঙ্গে নিজের সম্পর্কের কথা গোপন রাখতে নিজের পরিচয়ও গোপন করেন সারা, নিজের নাম পরিবর্তন করে ‘সারা সুলতান’ নাম নিয়ে সুশান্তের সঙ্গে যান তিনি, সারার পরিচয় গোপন রাখতেই অভিনেতা সুশান্ত ব্যক্তিগত বিমান ভাড়া করে মুম্বই থেকে থাইল্যান্ডে যান,
থাইল্যান্ড থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে সুশান্ত যে গেট দিয়ে বেরোয় তার বিপরীত গেট দিয়ে স্যামুয়েল হাউকিপের সঙ্গে বাইরে বের হন সারা। এমনটাই দাবি করেছেন রিয়া চক্রবর্তী।

sushant-sara-went-to-thailand-together

রিয়া চক্রবর্তীর এহেন মন্তব্যের পর এই ব্যাপারে প্রকাশ্যে কথা বলেছেন সুশান্তের ভালো বন্ধু স্যামুয়েল হাউকিপ, তিনিও বলেন ২০১৮ সালে সারা আলি খান সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান। কেদারনাথের শ্যুটিং এবং প্রমোশনের সময় থেকে ক্রমশ একে অপরের কাছে আসেন সারা ও সুশান্ত। তাদের সম্পর্কে ভালবাসা এবং শ্রদ্ধা থাকলেও সুশান্তের সোনচিড়িয়া বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...